রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৩:২৪

শিরোনাম :
প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল

বরিশালের জনসভা সমাবেশস্থলে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রচারে বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা থেকে সড়ক পথে রওয়ানা হওয়া প্রধানমন্ত্রী বেলা ১.৩০ মিনিটের দিকে দিকে বরিশাল সার্কিট হাউজে পৌঁছেছেন বলে জানিয়েছেন উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

বিকাল ৩টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় দলের মনোনীত প্রার্থীদের পক্ষে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানাবেন আওয়ামী লীগ সভাপতি।

এই জনসভা সফলে গঠিত সমন্বয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার জানান, দীর্ঘ পাঁচ বছর পর আওয়ামী লীগ সভাপতির এই সফরকে ঘিরে বরিশাল জেলা ও মহানগরসহ দক্ষিণাঞ্চলের সব জেলা-উপজেলার দলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

খণ্ড খণ্ড মিছিল নিয়ে এর মধ্যেই জনসভাস্থলে হাজির হয়েছেন নেতাকর্মীরা। এর মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে বঙ্গবন্ধু উদ্যানের সমাবেশস্থল।

অ্যাডভোকেট বলরাম বলেন, বেলা তিনটায় সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী। এই সমাবেশে সভাপতিত্ব করবেন বরিশাল-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম।

বক্তব্য দেওয়ার তালিকায় আরও রয়েছেন- ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, বরিশাল সদর আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ।

সমাবেশ সঞ্চালনা করবেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net