খবর বরিশাল: বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের সন্তানদের নিয়ে জেলা পর্যায়ে ৩০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে।
বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দিনভর নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এ প্রতিযোগিতা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম। অতিরিক্ত জেলা (সার্বিক) বরিশাল মনদীপ ঘরাইয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল আলম, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব উল্লাহ মজুমদার।
অতিথিরা সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাদের সন্তানদের সমন্বয়ে জেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। ক্রীড়াবিদদের প্যারেড অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন বিষয়ের উপরে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply