শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪০

শিরোনাম :
প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল

তামিম তাণ্ডবে প্লে অফে বরিশাল, খুলনার বিদায়

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ॥ বিপিএলে দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। কুমিল্লার দেওয়া ১৪১ রানের লক্ষ্যে শুরু থেকে বেশ দেখেশুনে খেলতে থাকেন বরিশাল ব্যাটাররা।

 

বিশেষ করে অধিনায়ক তামিম ইকবাল যেন একাই এদিন টেনে নিয়ে যাচ্ছিলেন দলটিকে। শুরুর দিকে একটু দেখেশুনে খেললেও যতোই সময় গড়িয়েছে ততোই দেখা গিয়েছে এই ব্যাটারের আগ্রাসী রূপ।

 

খেলেছেন ৪৮ বলে ৬৬ রানের এক দৃষ্টিনন্দন ইনিংস। যেখানে কাইল মেয়ার্স এবং মুশফিকুর রহিমের সঙ্গে মিলে গড়েছিলেন ৬৪ এবং ৩৯ রানের কিছু কার্যকরী জুটি। শেষের দিকে মাহমুদউল্লাহ রিয়াদের ১১ বলে ১২ রানের ইনিংসের উপর ভিত্তি করে ২ বল এবং ৬ উইকেট বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।

 

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকে বরিশালের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে কুমিল্লার ব্যাটাররা। আন্দ্রে রাসেল, মঈন আলী কিংবা লিটন দাস কেউই এদিন নিজেদের ইনিংস বড় করতে পারেননি।

 

তবে উইকেটকিপার ব্যাটার জাকের আলীর ১৬ বলে ৩৮ রানের অপরাজিত ক্যামিওর উপর ভিত্তি করে নির্ধারিত ২০ ওভার শেষে ১৪০ রানের লড়াকু পুঁজি তোলে কুমিল্লা। বরিশালের হয়ে এদিন সবচেয়ে সফল বোলার ছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম, শিকার করেছেন ৩ উইকেট।

 

এছাড়াও, অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন নিয়েছেন ২ উইকেট।এদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে উড়িয়ে চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করায় গতকাল মাঠে নামার আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিলো খুলনা টাইগার্স। শেষ ম্যাচটি তাই তাদের নিয়মরার ম্যাচে পরিণত হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net