শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪২

শিরোনাম :
প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল

বরিশালে শবেবরাতকে সামনে রেখে বেড়েছে মাংসের দাম

dynamic-sidebar

মোঃ জিয়াউদ্দিন বাবু ॥ শবেবরাত কে সামনে রেখে বেড়ে গেছে সবধরনের মাংসের দাম। এরপর বেড়েছে চিনির দাম তবে সবজির দাম কিছুটা কম।

 

গতকাল শুক্রবার নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ব্রয়লার মুরগী ২ শত টাকা। যা গত সপ্তাহে ছিলো ১৮০ থেকে ১৭০ টাকা। সোনালী ২৯০ টাকা, লেয়ার ৩ শত টাকা। গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। গরুর মাংস বিক্রি হয়েছে ৮ শত টাকা করে।

 

খাসির মাংস ১ হাজার টাকা করে বিক্রি করতে দেখা গেছে। চিনি ২০ টাকা বেড়ে ১৬০ থেকে ১৭০ টাকা করে বিক্রি করতে দেখা গেছে। পেয়াজ ৮০ টাকা থেকে ১১০ টাকা করে বিক্রি করা হয়েছে। আলু বিক্রি হচ্ছে লাল আলু ৪ কেজি ১ শত টাকা, সাদা আলু ৩ কেজি ১ শত টাকা।

 

এছাড়া শীতের সবধরনের সবজি ৩০ টাকা করে বিক্রি করা হচ্ছে। বাজারে মাছ রয়েছে প্রচুর। তবে দাম কমেনি। রুই কাতলা ৩ শত ৫০ টাকা, চিংড়ি মাছ ১ হাজার টাকা, কৈ মাছ ২২০ টাকা, শিং মাছ ২৫০ টাকা, পাঙ্গাস ২২০ থেকে ৩ শত টাকা, পোমা ৪৫০ থেকে ৫ শত টাকা।

 

শোউল ৬ শত থেকে ৮ শত টাকা। তেলাপিয়া ৩ শত টাকা থেকে ৪ শত টাকা ছোট বড় মিলিয়ে। অফর দিকে রোজাকে সামনে রেখে আরেক দফা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে পারে বলে অনেকেই মনে করছেন।

 

এ ব্যাপারে এখনি জরুরী পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে অনেকেই মনে করছেন।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net