রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৯

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
৬৪ কোটি টাকা মূল্যে বিক্রি হলো যে ঘড়ি!

৬৪ কোটি টাকা মূল্যে বিক্রি হলো যে ঘড়ি!

dynamic-sidebar

ঘড়িটি ছিল রোলেক্স ঘড়ি। যা ছিল হলিউডের প্রয়াত অভিনেতা পল নিউম্যানের স্ত্রী জোয়ান উডওয়ার্ড তাকে এই ঘড়িটি উপহার দিয়েছিলেন। তারা যখন একসাথে উইনিং ছবিটি করছিলেন তখন এই ঘড়িটি তাকে উপহার দেওয়া হয়েছিলো। নিউম্যান ৮৩ বছর বয়সে ২০০৮ সালে মারা যান। কার রেসিং এর শখ ছিলো পল নিউম্যানের। এসময় তিনি এই ঘড়িটি ব্যবহার করতেন। নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক নিলামে ঘড়িটি রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে ঘড়িটি।

স্টেইনলেস স্টিলের তৈরি এই ঘড়িটি একজন ক্রেতা টেলিফোনে এক কোটি ৮০ লাখ ডলার দামে কিনে নেন। যার বাংলাদেশি মূল্য দাড়ায় প্রায় ৬৪ কোটি টাকা। কিন্তু নিলামে তোলার আগে ধারণা করা হয়েছিলো যে ঘড়িটি হয়তো এক কোটি ডলারে বিক্রি হতে পারে। এর আগে কোনো হাতঘড়ি নিলামে এতো দামে কখনো বিক্রি হয়নি। তবে পাটেক ফিলিপের একটি পকেট ঘড়ি ২০১৪ সালে বিক্রি হয়েছিলো প্রায় আড়াই কোটি ডলারে।

উইনিং ছবিটিতে পল নিউম্যান অভিনয় করেছেন রেসিং কারের চালক হিসেবে। তারপর থেকেই কার রেসিং এর প্রতি তার আগ্রহ তৈরি হয়। পরে তিনি এধরনের একটি প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেন। স্বামীকে ঘড়িটি দেওয়ার আগে উডওয়ার্ড তাতে খোদাই করে লিখে দেন, “সাবধানে চালাবে, আমি।’ ১৯৬৫ সালে এক মোটরবাইক দুর্ঘটনায় তিনি আহত হয়েছিলেন।

উডওয়ার্ড তাকে একটি নতুন ঘড়ি কিনে দেন ১৯৮৪ সালে আর রোলেক্স হাতঘড়িটি দিয়ে দেন তার কন্যার তখনকার বয়ফ্রেন্ড জেমস কক্সকে। কক্স এই ঘড়িটি নিলামে তোলেন। এই বিক্রি থেকে যে অর্থ পাওয়া গেছে তার কিছুটা যাবে নিউম্যানের ওউন ফাইন্ডেশনে। পল নিউম্যান ২০০৫ সালে এই দাতব্য সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন। সূত্র: বিবিসি বাংলা

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net