শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৯

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
বরিশাল শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের সাথে রোগীর স্বজনদের মারামারি

বরিশাল শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের সাথে রোগীর স্বজনদের মারামারি

dynamic-sidebar

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রোগীর স্বজনদের সাথে ইন্টার্ন চিকিৎসকদের মারামারির ঘটনা ঘটেছে। আজ বেলা ২ টার দিকে হাসপাতালের তৃতীয় তলার মহিলা সার্জারী ওয়ার্ডে এ ঘটনার সূত্রপাত ঘটে। প্রতক্ষদর্শীরা জানান, চিকিৎসকরা মহিলা সার্জারী ওয়ার্ডে রাউন্ডে প্রবেশ করার মুহুর্তে অতিরিক্ত স্বজনদের বাহিরে যেতে বলেন। এসময় এক যুবক চিকিৎসকদের সাথে উগ্র আচরণ করলে বাকবিতান্ডা ঘটে। যা থেকে মারামারির ঘটনা ঘটে। ইন্টার্ন ডক্টরস এ্যাসোসিয়েশনে সাধারণ সম্পাদক ডাঃ নাহিদ জানান, মহিলা ওয়ারর্ডটিতে একসাথে ৪ টি ইউনিটের রোগী রয়েছে। রোগীর এতো চাপ যে ফ্লোরেও রোগীদের থাকতে হচ্ছে প্রতিনিয়ত। চিকিৎসকরা নিয়মিত রাউন্ডে রোগী দেখতে গেলে নির্ধারিত স্বজন ছাড়া অতিরিক্ত লোকদের ওয়ার্ড থেকে বের করে দেয়া হয়। সে অনুযায়ী রোগীদের অতিরিক্ত স্বজনদের বের করে দিতে চাইলে স্থানীয় পরিচয়ে কয়েকযুবক উগ্র আচরণ শুরু করে এবং ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসকদের সাথে অশালীন আচরন করে। এসময় এক যুবক চিকিৎসকদের ওপর হামলা চালাতে উদ্যত হলে ইন্টার্নরা এর প্রতিবাদ জানায় এবং ধাওয়া দেয়। উপায় না দেখে যুবকরা পালিয়ে যাওয়ার সময় ১ জনকে ধরে পুলিশের কাছে তুলে দেয়া হয়। পরে উর্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে আটক হওয়া যুবকের মায়ের শারিরীক অবস্থার দিক বিবেচনা করে তাকে ছেড়েও দেয়া হয়। আটক হওয়া যুবক নগরের সিএন্ডবি ১ নং পুল সংলগ্ন এলাকার বাসিন্দা আঃ রহিম জানান, ওই ওয়ার্ডে তার মা লাইজু বেগম (৫০) কেমো দিচ্ছেন। দীর্ঘদিন ধরে তারা এ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আজ দুপুরে ঘটনার সময় অপর এক অপরিচিতো যুবক চিকিৎসকদের সাথে বিরোধে জড়িয়ে যায়। কিন্তু পরে যখন চিকিৎসকরা ক্ষিপ্ত হয়ে ওঠে তখন তারা ওই যুবককে না পেয়ে আমাকে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। এদিকে বর্তমানে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net