শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ২:২২

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
নলছিটিতে বিদ্যুৎ দেয়ার নামে টাকা নিচ্ছে ওরা কারা?

নলছিটিতে বিদ্যুৎ দেয়ার নামে টাকা নিচ্ছে ওরা কারা?

dynamic-sidebar

আল আমিন গাজী ॥ নলছিটি উপজেলার সিদ্বকাঠি ইউনিয়নের মালোয়ার গ্রামের ও গোহালকাঠি এলাকায় বিদ্যুৎ লাইন এর খাম্বা বসিয়ে সাধারন ভূক্তভুগীদের কাছ থেকে ১০/২৫ হাজার টাকা করে আদায় করার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় ৪/৫ প্রতারক মিলে গ্রামের সাধারন সহজ সরল লোকদের জিম্মি করে তাদের কাছে মোটা অংকের অথ্য আদায় করছেন । তবে বাংলাদেশে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তিনি বলেছিলেন, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিবো। আমার সোনার বাংলাদেশে কেই অন্ধকারে বসবাস করবে না। আমরা আওয়ামীলীগ সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিতে প্রতিটি ইউনিয়নে কাজ করে যাচ্ছি এবং প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌছে দিবে বলে অঙ্গীকার করেন । কিন্তু তার সেই কথা উপেক্ষা করে সরকার দলীয় লোক পরিচয় দিয়ে দপদপিয়া গোহালকাঠি গ্রামের স্থানীয় বাসিন্দা মূল হোতা কেরামত আলী খানের ছেলে ফারুক খান ও নলছিটি সিদ্বকাঠি ইউনিয়নের মালোয়ার গ্রামের আনোয়ার হোসেন,খলিল জোম্মাদার,ইউসুব আলী হাং, আঃ রাজ্জাক হাং, জালাল মেজর সহ একাধীক প্রতারক প্রতিটি ঘর থেকে ১০/২৫ টাকা আদায় করছে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। তবে দপদপিয়া কুমাড়খালী সড়ক হইতে গোহালকাঠি খান বাড়ির পর্যন্ত ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী কর্তৃক খাম্বা বসিয়ে গ্রামের প্রতিটি ঘরে বিদ্যুৎতের সংযোগ দিবে বলে কাজ করে যাচ্ছে। অভিযোগে আরো জানা যায়, ইতিমধ্যে ২২টি এসডি ও ১৭টি এলডি খাম্বা বসিয়ে তার টানা হয়েছে বলে জানা যায়। এদিকে অভিযুক্ত প্রতারক আনোয়ার হোসেন, ফারুক খান ,খলিল জোম্মাদার,ইউসুব আলী হাং, আঃ রাজ্জাক হাং, জালাল মেজর তাদের বিরুদ্ধে রয়েছে নানান অপকর্ম । অভিযোগের বিত্তিতে সরজমিনে গিয়ে জানা যায় চাঞ্চল্যকর তথ্য। (ছদ্দনাম) রহিম জানায়, গ্রামে গ্রামে বিদ্যুৎ এর লাইন নাকি তারা দিয়েছে। আমির হোসেন আমু এমপি’র নাম ব্যবহার করে তারা বলে ,আনোয়ার ও খলিল জোম্মাদার বলেন,তোমাদের বাড়িতে বিদ্যুৎ নিতে হলে আমাদের কে ২০ হাজার টাকা দিতে হবে। না দিলে তোমাদের বাড়িতে বিদ্যুৎ যাবে না।এদিকে জানা যায়,নলছিটি ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী শাখা অফিসের অসাধু কর্মকর্তারা ও এই আনোয়ার হোসেন, ফারুক খান ,খলিল জোম্মাদার,ইউসুব আলী হাং, আঃ রাজ্জাক হাং, জালাল মেজর প্রতারকদের সাথে নিজেদের পকেট ভারি করার জন্য সাধারন মানুষদের সাথে প্রতারনা করে লক্ষ লক্ষ টাকা আদায় করেছে। তবে এ বিষয় প্রশাসন নিরব ভূমিকা পালন করছে বলে জানায় স্থানীয়রা। এদিকে অভিযুক্ত আনোয়ার হোসেন মুঠোফোনে বলেন, আমার নামে বিদ্যুৎ লাইন পাশ হয়েছে। আমির হোসেন আমুর নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি আমরা কোন টাকা নেই নি কারো কাছ থেকে। তবে অভিযুক্ত জালাল মেজর তিনি মুঠোফোনে বলেন, আপনাদের কথা সত্য। বিদ্যুৎ এর খাম্বা বসিয়ে টাকা উঠানো হচ্ছে। আমি আনোয়ার কে একাধীক বার টাকা উঠাতে বারন করেছি। কিন্তু তারা উল্টো আমাকে বলে আমি যদি ২০হাজার টাকা না দেই তা হলে আমার ঘরে বিদ্যুৎ এর লাইন দিবে না। অপর দিকে খলিল জোম্মাদার মুঠোফোনে সব অভিযোগ অ-স্বিকার করেন। এ বিষয় সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার তিনি মুঠোফোনে ভোরের অঙ্গীকারকে বলেন, বিষয়টি আমার জানা নেই । কিন্তু অনেক আগে আনোয়ার নামে এক লোক বিদ্যুৎ এর খাম্বা দিবে বলে টাকা এলাকায় কিছু লোকের কাছে টাকা চাইছে শুনেছি। তবে আমি সবাইকে টাকা দিতে না করে দিয়েছি। আর খলিল তিনি খুব ভালো লোক । সে এ রকম কাজ করতে পারে না । এদিকে মালোয়ার গ্রামের ইউপি সদস্য আলম খান মুঠোফোনে বলেন, বিষয়টি সত্য। আমার গ্রাম থেকে খলিল একা প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা নিয়েছে বিদ্যুৎ এর খাম্বা দিবে বলে ও পরে আনোয়ার হোসেন , ফারুক খান ,খলিল জোম্মাদার,ইউসুব আলী হাং, আঃ রাজ্জাক হাং, জালাল মেজর তারা আবার প্রতি ঘর থেকে টাকা উঠিয়ে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা নেয়। তবে স্থানীয়রা এ বিষয ক্ষোভ প্রকাশ করেন। আসছি আগামীকাল নতুন চাঞ্চল্যকর তথ্য নিয়ে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net