বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০২

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ

বরিশাল মহানগর আওয়ামী লীগে নয়া গ্রুপিং!

dynamic-sidebar

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) আগামী নির্বাচন নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। নগরীর নানা ইস্যুতে ৩০টি ওয়ার্ডেই চষে বেড়াচ্ছেন নেতাকর্মীরা। নগরজুড়ে আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতির এমন মহাযজ্ঞের সামনে মেয়র প্রার্থী হিসেবে সংসদ সদস্য আবুল হাসানাতের ছেলে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নামই শোনা যাচ্ছে বেশি। তবে এর বাইরেও মেয়র প্রার্থী হতে ভেতরে ভেতরে একটি বলয় তৈরি হচ্ছে বরিশাল আওয়ামী লীগে। সাদিকবিরোধী এ বলয়ে বিসিসির প্রয়াত মেয়র শওকত হোসেন হিরণ অনুসারীরা তোড়জোড় চালাচ্ছেন। ফলে আগামী সিটি নির্বাচন নিয়ে বরিশাল আওয়ামী লীগে বিরোধের গুঞ্জন ছড়িয়ে পড়ছে।

জানা যায়, বিসিসি নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক তৎপরতা চালাচ্ছে বরিশাল মহানগর আওয়ামী লীগ। এ তৎপরতার সঙ্গে যোগ হয়েছে জেলা আওয়ামী লীগও। যে কারণে ২৩ অক্টোবর জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় আগামী সিটি নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। বর্ধিত সভায় মহানগর আওয়ামী লীগের অসম্পূর্ণ কমিটি সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে। ৩০ ওয়ার্ডে সদস্য সংগ্রহ অভিযানের তাগিদ দেয়া হয়। ওই বর্ধিত সভায় আগামী সিটি নির্বাচনে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার জোর দাবি তোলা হয়। এ দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন জেলা আওয়ামী লীগের নেতারাও। এরই ধারাবাহিকতায় নগরীর বিভিন্ন ওয়ার্ডে সদস্য সংগ্রহ অভিযানে মহানগর আওয়ামী লীগের

যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহর পক্ষেই প্রচারণা চালানো হচ্ছে। নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিরাজ জানান, সাদিক আবদুল্লাহ দলকে সুসংগঠিত করেছেন। তার ডাকে ওয়ার্ডে ওয়ার্ডে সদস্য সংগ্রহ অভিযানে শত শত মানুষ আওয়ামী লীগের পতাকাতলে জড়ো হচ্ছে। একইভাবে সাদিক আবদুল্লাহর পক্ষে নগরীতে চলমান জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমেও ক্যাম্পেইন চলছে। প্রতিটি ওয়ার্ডে তার নেতাকর্মীরা স্মার্ট কার্ডের সঙ্গে দলীয় পরিচয়যুক্ত একটি কভার দিচ্ছেন। জানা গেছে, সিটি নির্বাচনে সাদিক আবদুল্লাহর অবস্থান দৃঢ় করতে শতাধিক ইউনিট কমিটিও গঠিত হচ্ছে।

তবে সাদিক আবদুল্লাহকে নিয়ে মহানগর আওয়ামী লীগের এ তৎপরতার
আড়ালে দলে নতুন বলয়ের সৃষ্টি হচ্ছে। ওই বলয়ের অধিকাংশই প্রয়াত মেয়র হিরণ অনুসারী। দলের একাধিক সূত্রে জানা গেছে, সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হতে দৌড়-ঝাঁপ চালাচ্ছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, আওয়ামী লীগ নেতা সাদিক আবদুল্লাহর চাচা খোকন সেরনিয়াবাত, যুবলীগ নেতা খান মামুন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজালুল করিম, সদর আসনের সংসদ সদস্য প্রয়াত হিরণপতœী জেবুন্নেছা আফরোজ। অবশ্য এসব সম্ভাব্য প্রার্থী মুখ খুলতে নারাজ। তাদের কেউ কেউ নগরীতে পোস্টার বিলবোর্ড সাঁটিয়ে দোয়া চাচ্ছেন নানা উৎসবে। দলের শীর্ষ নেতাদের কাছে গিয়েও লবিং চালাচ্ছেন।

মহানগর আওয়ামী লীগের দায়িত্বশীল এক নেতা জানান, সম্ভাব্য এসব প্রার্থী ভেতরে ভেতরে আলোচনা চালাচ্ছেন। তারা ঐক্যবদ্ধ হয়ে সাদিকবিরোধী নতুন বলয় সৃষ্টি করতে যাচ্ছেন। অপর একটি সূত্র জানায়, নির্বাচনের আগ মুহূর্তে ওইসব নেতা ঐক্যবদ্ধ হয়ে একজনকে সমর্থন দিতে পারেন। ফলে সিটি নির্বাচন নিয়ে দলে বিরোধ সৃষ্টি হতে পারে। মহানগর আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন বলেন, প্রতিটি দলেই প্রতিপক্ষ আছে। দলে বিপরীত বলয় থাকবেই। কিন্তু নৌকা যে পাবে তার পক্ষে সবাই থাকবে। তবে পেছনে বসে যারা কথা বলছেন তারা ঐক্যবদ্ধ হলে ভবিষ্যতে কি হয় বলা যায় না।

জানতে চাইলে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড ভোকেট এ কে এম জাহাঙ্গীর বলেন, বর্তমানে তাদের টার্গেট সিটি নির্বাচন। এজন্য নগরীতে ব্যাপক কার্যক্রম চালাচ্ছেন। সাদিক আবদুল্লাহ সামনে থেকে দলকে শক্তিশালী করছেন। দলের সব নেতাও তার পাশে আছেন।

এ ব্যাপারে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, আগামী সিটি নির্বাচনকে কেন্দ্র করেই তারা দলকে সংগঠিত করার চেষ্টা চালাচ্ছেন। এজন্য সদস্য সংগ্রহ কার্যক্রম, ইউনিট কমিটি গঠন, ক্যাম্পেইন করছেন। তিনি বলেন, এসব কিছুই হচ্ছে সাদিককে সামনে রেখেই। দলে নতুন বলয় সৃষ্টি হওয়া প্রসঙ্গে তিনি বলেন, শুনেছি কর্নেল (অব.) জাহিদ ফারুকসহ অন্যরা পেছনে বসে তোড়জোড় চালাচ্ছেন। তবে তারা মাঠে নেই।

 

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net