সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৮

শিরোনাম :
প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল
শান্তিপূর্ণভাবে ক্ষমতার পালাবদল চায় মালয়েশিয়া : বিএনপি

শান্তিপূর্ণভাবে ক্ষমতার পালাবদল চায় মালয়েশিয়া : বিএনপি

dynamic-sidebar

আগামীতে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ‌্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর চায় মালয়েশিয়া।

বুধবার বিকেলে মালয়েশিয়ার সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

মির্জা ফখরুল বলেন, ‘তারা (মালয়েশিয়ার সংসদীয় দল) বাংলাদেশে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন প্রত‌্যাশা করেন। তারা বার বার বলেছেন, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ‘পিসফুল ট্রান্সফার অব পাওয়ার’ শান্তিপূর্ণভাবে ক্ষমতার যে ট্রানজিশন সেটা দেখার জন্য তারা অপেক্ষা করে আছেন।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘তারা মনে করেন যে, মালয়েশিয়াতে যে ডেমোক্রেসি প্র্যাকটিস হচ্ছে, সেখানেও তারা অনেক ওডসের মধ্য দিয়ে এসেছেন। তারা মনে করেন যে, বাংলাদেশেও একইভাবে গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতার যে ট্রানজিশন তা সেটা পরিপূর্ণ হবে।’

মালয়েশিয়ার এই প্রতিনিধিদলে দুজন ছিলেন সরকারি দলের এবং একজন ছিলেন বিরোধী দলের, যিনি বিরোধী দলের উপনেতা। কমনওয়েল উইম্যান পার্লামেন্টারিয়ানের চেয়ারপারসন ড. নূরানিনি আহমেদ এমপি তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) অংশ নেওয়া এই প্রতিনিধিদলটি ঢাকায় আসে গত সপ্তাহে।

বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবিহউদ্দিন আহমেদ, মালয়েশিয়া বিএনপি শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহবুব আলম শাহ উপস্থিত ছিলেন।

সিপিসিতে অংশ নেওয়া কানাডীয় সংসদীয় প্রতিনিধিদল গত সোমবার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net