সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৮

শিরোনাম :
প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল
বরিশালে এস আই’র বিরুদ্ধে চাঁদাদাবীর মিথ্যে অভিযোগ করায় ইটভাটার মালিক গ্রেফতার

বরিশালে এস আই’র বিরুদ্ধে চাঁদাদাবীর মিথ্যে অভিযোগ করায় ইটভাটার মালিক গ্রেফতার

dynamic-sidebar

বানারীপাড়া প্রতিনিধি: বানারীপাড়ায় থানার উপ-পরিদর্শক গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে এএসপির কাছে চাঁদাবাজীর অভিযোগ করতে গিয়ে এক ইটভাটার মালিক গ্রেফতার হয়েছেন। জানা গেছে বানারীপাড়ার বাইশারী গ্রামের অবৈধ ইটভাটার মালিক নুরুল ইসলাম গোমস্তা মঙ্গলবার বিকেলে জেলা সহকারী পুলিশ সুপার (উজিরপুর-মুলাদী সার্কেল) কামরুল আহসানের কাছে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদা দাবীর (ঘুষ) অভিযোগ করেন। পরে অভিযোগ মিথ্যা প্রমানিত হওয়ায় এবং অভিযোগকারী নুরুল ইসলাম বানারীপাড়া থানায় সি আর ১১৪/১৬ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী হওয়ায় তাকে সেখান থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। পুলিশি জিঙ্গাসাবাদে নুরুল ইসলাম জানান উপজেলা আওয়ামীলীগের এক শীর্ষ নেতার পরামর্শে সে থানার কমিউনিটি পুলিশিংয়ের সিপিও (উপ-পরিদর্শক) গাজী নজরুল
ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিলেন।প্রসঙ্গত উপজেলার বাইশারী গ্রামে লোকালয়ের মধ্যে অবৈধ ইটভাটা নির্মাণ করায় নুরুল ইসলাম গোমস্তা ও তার ভাই বাবুল গোমস্তার বিরুদ্ধে বাইশারীর সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাজেম আলী হাওলাদারের বাবা সাবেক ইউপি সদস্য সেকেন্দার আলী হাওলাদার জনস্বার্থে জেলা পরিবেশ অধিদপ্তর,ইউএনও ও ওসি সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বাবুল গোমস্তা বানারীপাড়া থানায় খুন-জখম হুমকির মিথ্যা অভিযোগ এনে শতবর্ষী সেকেন্দার আলীর বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেন।পাল্টাপাল্টি এ অভিযোগ তদন্তের দায়িত্ব পান উপ-পরিদর্শক গাজী নজরুল ইসলাম। পুলিশকে প্রভাবিত করতে ব্যর্থ হয়ে নিজেরা অভিযোগ থেকে বাঁচতে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net