সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১:০০

শিরোনাম :
প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল
বরিশালে সড়ক উন্নয়ন কাজে বাধা দিল সমাজসেবা অফিসের পিয়ন ইউনুস, ঠিকাদারকে মারধর

বরিশালে সড়ক উন্নয়ন কাজে বাধা দিল সমাজসেবা অফিসের পিয়ন ইউনুস, ঠিকাদারকে মারধর

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ সমাজসেবা অধিদপ্তর বরিশাল অফিসের পিয়ন ইউনুস পাটোয়ারীর দাপটে ভেস্তে যাচ্ছে উন্নয়ন কাজ। সড়কের মধ্যে বাঁশের বেড়া দিয়ে উন্নয়ন কাজে বাধা দিচ্ছে সে। ঠিকাদার পলাশকে কাজে বাধা দিলে কথা কাটাকাটির এক পর্যায় তাকে মারধর করে ইউনুস। তবে স্থানীয়দের তোপের মুখে টিকতে পারেনি পিয়ন ইউনুস পাটোয়ারী। অবশ্য সড়ক উন্নয়ন কাজে ঠিকাদারকে বাধা দেয়ার জের ধরে স্থানীয়রা ধাওয়া করেছে ইউনুসকে। এ সময় স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়লে খবর পেয়ে ৩০নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল আলম শাহিন এয়ারপোর্ট থানায় খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর ৩০নং ওয়ার্ডের গন্দোবপাড়া দিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগরীর ৩০নং ওয়ার্ডের গন্দোবপাড়া থেকে কাশিপুর চৌমাথা সংযোগ সড়কের প্রায় ১ কিঃ মিঃ উন্নয়ন কাজ শুরু হয়। যার ঠিকাদার হিসেবে রয়েছেন নুরুল ইসলাম হাওলাদার। সড়কটি পূর্বে ৮ ফুট চওড়া থাকলেও বর্তমানে আরসিসি রাস্তা করার জন্য ১২ ফুট চওড়া করার জন্য স্থানীয়দের সহায়তায় কাজ চলছিল। কিন্তু হঠাৎ করেই সমাজসেবা বরিশাল অফিসের পিয়ন ইউনুস পাটোয়ারী সড়কে জায়গা দিতে অনীহা প্রকাশ করে। এমনকি সে সড়কের মধ্যে বাঁশের বেড়া দিয়ে উন্নয়ন কাজে বাধা দেয়। গতকাল বুধবার এ নিয়ে কথা কাটাকাটি হয় বালুর ঠিকাদার পলাশের সাথে। এসময় পলাশকে মারধর করে ইউনুস ও তার ছেলে রুবেল। এতে পলাশের নাক-মুখ ফেটে যায় এবং তার ডান হাত ভেঙে যায়। এসময় স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়ে এবং ইউনুস ও তার ছেলেকে ধাওয়া দেয়। খবর পেয়ে ৩০নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল আলম শাহিন তাৎক্ষণিক বিষয়টি এয়ারপোর্ট থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এদিকে আহত বালুর ঠিকাদার পলাশকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মুখে ৫টি সেলাই দেয়া হয়েছে এবং হাতে ব্যান্ডেজ করা হয়েছে। এদিকে ইউনুস ও তার ছেলেকে মারধর করেছে কাউন্সিলর শাহিন এমন দাবী করে ইউনুস জানান, আমাকে এবং আমার ছেলেকে মারধর করেছে কাউন্সিলর শাহিন। এ ব্যাপারে কাউন্সিলর খায়রুল আলম শাহিন জানান, সড়ক উন্নয়ন কাজ সবার জন্য। সড়কটি প্রশস্ত হলে স্থানীয় সকলেরই উপকার হবে। এ নিয়ে আজকে জটিলতা সৃষ্টি হলে খবর পেয়ে তিনি থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন। ঘটনাস্থল পরিদর্শনকারী এয়ারপোর্ট থানার এএসআই ইউসুফ আলী বলেন, সড়কের জমি নিয়ে আদালতে মামলা চলমান আছে বলে জানা গেছে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net