শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১১:১৭

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
বরিশালে সবজির মূল্যে দিশেহারা সাধারন ক্রেতারা

বরিশালে সবজির মূল্যে দিশেহারা সাধারন ক্রেতারা

dynamic-sidebar

আল আমিন গাজী ॥ শীতের শুরুতেই সবজির বাজারে নতুন সবজির দেখা মিললেও সবজি কিনতে হিমসিম খাচ্ছে সাধারন ক্রেতারা। বরিশাল নগরীর বৃহওম সবজি বাজার ১০নং ওর্য়াড বহুমূখী সিটি মার্কেট। রাত হলেই প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শীতকালীন সবজির ট্রাক বা নৌ পথে সবজি আসে বরিশালের মূল পাইকারী সবজির বাজার সিটি মার্কেটে । কিন্তু বাজারের সবজি পাইকারী বিক্রেতা দিগুন দামে সবজি বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।্ সাধারন ক্রেতাদের অভিযোগের ভিক্তিতে সরজমিনে সবজি বাজার ঘুরে জানা যায় চাঞ্চল্যকর তথ্য। গত কয়েক সপ্তাহে সবজির বাজারে ২গুন বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি । আর এতে করে সবজি কিনতে হিমসিম খাচ্ছে সাধারন ক্রেতারা । ক্রেতাদের চাহিদা মত সবজি বাজারে থাকলেও সবজি কিনতে পাচ্ছে না সাধারন ক্রেতারা। বরিশাল নগরীতে প্রায় ১০/১৫টি কাঁচাবাজার রয়েছে। কিন্তু পাইকারী সিটি মার্কেট কাচাঁ বাজার থেকে বাড়তি দামে সবজি কিনে নিয়ে বিক্রয় করছে সাধারন সবজি ব্যবসায়ীরা । তবে গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে প্রতি কেজি সবজিতে বাড়ছে ১৫/২০ টাকা। আর কাচামরিচ,শিম যেন ক্রেতাদের ধরা ছোয়ার বাহিরে। সিটি মার্কেট পাইকারী বিক্রেতা সোহরাফ আলী বলেন, শীতকালীন কিছু কিছু সবজি বাজারে উঠতে শুরু করেছে । চাহিদা অনুযায়ী বরিশালের বিভিন্ন প্রান্ত থেকে সবজি ট্রাক বা নৌকায় আসে তা হলে ক্রেতাদের চাহিদা মত আমরা সবজির দাম রাখতে পারবো। গত সপ্তাহে সবজির পাইকারী বাজারে প্রতিকেজি ফুলকপি ৩৫টাকা,লাউ ৫০/৩০,বাধাঁকপি ২৫,শিম ৫০/৬০,গাজঁর৭০,বটবটি ৫০,শালগম ৩০,পুঁইশাক ২০, পটোল ৪০, পেপেঁ ১৩,শসা ২৫,কাচাঁমরিচ ৯০,ধুনিয়াপাতা ১২০, ঢেরস ৩০,আলু ৭০টাকায় বিক্রি হচ্ছে। তবে নগরীর বেশি ভাগ ভোক্তা ভাসমান ব্যবসায়ীদের কাছ থেকে বাড়তি দামে ক্রয় করছে বলে জানা যায়। এদিকে চরকাউয়া খেয়াঘাট বাজারের খুচরা সবজি ব্যবসায়ী জামাল বলেন, আমাদের কি দোষ । সবজি বাজারে গেলে বিভিন্ন স্থানে চাদাঁ দিয়ে সবজি কিনতে হয়। তাই ১০থেকে ২০টাকা বাড়তি দামে বিক্রিয় করতে হয় আমাদের । তবে এই সপ্তাহে সবজির বাজারে প্রতি কেজি পটোল ৫৫থেকে ৬০টাকা,মিষ্টি কুমড়া ৩০, কাচাঁমরিচ ১২০, পেপেঁ ২০, টমেটো ১৫০, ঢেরস ৪৫, লাউ ৫০,শসা ৩৫,ধূনিয়াপাতা ১৬০,ফুলকপি ৪০,বাধাঁকপি ৪০,আলু ৯০,পুঁইশাক ৪০টাকা পর্যন্ত বিক্রি করছি। শাহিন নামে এক সবজি ব্যবসায়ী বলেন,আমরা তো সবজি কিনে বিক্রি করি । সাধারন ক্রেতারা আমাদের উপর বাড়তি দাম আদায়ের দোষ দিচ্ছে । তবে সবজির দাম আরো বাড়বে বলে ধারনা করছেন এই ব্যবসায়ী। এদিকে মন্টু নামে এক ক্রেতা বলেন,প্রতিটি সবজিতে দিগুন দাম। আমাদের চাহিদা মত সবজি বাজারে থাকলেও আমরা সবজি কিনতে পারছি না। এদিকে সাধারন মানুষরা দাবি জানিয়ে বলেন, বাজার কমিটি ও প্রশাসন একটু নজর দিলে সবজির দাম কমবে বলে আশাবাদ ক্রেতারা।

 

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net