রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১১:০৪

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ

যুবক বয়সী বরিশাল যুবলীগের কমিটি

dynamic-sidebar

বরিশাল জেলা যুবলীগের যুবলীগের কমিটি গঠন হয়েছিল ২৪ বছর আগে, অর্থাৎ সেই কমিটিই এখন যুবক বয়সী।আর বরিশাল মহানগর কমিটি আবার গঠন হয়েছে ১২ বছর আগে। কোন কমিটি কবে হয়েছে, এমন প্রশ্নের জবাবও ঠিকমতো জবাব দিতে পারছেন না স্থানীয় নেতারা। এমনই বেহাল সংগঠনিক অবস্থার মধ্যদিয়ে চলছে বরিশাল আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংঠনের কার্যক্রম।

জেলা যুবলীগের সম্মেলন হয়েছিল ১৯৯৩ সালের ১৯ ডিসেম্বর। সেই থেকে ২২ বছর ধরে জাকির হোসেন সভাপতি ও ফজলুল করিম শাহিন পালন করছেন সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে গঠিত হয়েছিল ৪১ সদস্য বিশিষ্ট কমিটি। এর ভিতরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদধারী উভয়েই বরিশাল জেলা আওয়ামীলীগের কমটিতে গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করছেন। কেউবা পৌর মেয়র, উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হয়েছেন।

অপরদিকে ২০০৪ সালের ৭ জুলাই নিজামুল ইসলাম নিজাম আহ্বায়ক ও এম মেজবাহ উদ্দিন জুয়েল ও মাহমুদুল হক খান মামুনকে যুগ্ম-আহ্বায়ক করে ৫৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যা পরবর্তীতে বর্ধিত হয়ে ৮১ সদস্যের কমিটিতে উন্নীত হয়।
যুবক আর তরুন বয়সী সেই যুবলীগ দিয়েই আজ শনিবার পালিত হতে যাচ্ছে দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ নিয়ে বরিশাল যুবলীগে অসন্তোষ বিরাজ করছে। এ অবস্থায় নতুন নেতৃত্বের দাবি করছেন যুবলীগের নেতাকর্মীরা। এদিকে আজ প্রতিষ্ঠাবার্ষিকী পালনে পদপ্রত্যাশীদের মাঝে প্রাণের সঞ্চার ঘটেছে। নেতৃত্বে আসতে জমকালোভাবে নগরীকে সাজিয়েছেন নতুনরা। নেয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করেছে বরিশাল জেলা ও মহানগর যুবলীগ। এতে আ’লীগের শীর্ষ নেতাদের থাকার কথা রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর ঐতিহ্যবাহী বিবির পুকুর ছেয়ে গেছে যুবলীগ নেতাদের শুভেচ্ছা ব্যানারে। পাশাপাশি সাজানো হয়েছে পুকুরের ৪ ধার এবং দলীয় কার্যালয়। বিভিন্ন সড়কেও তোরণ, ব্যানার,
পোস্টার সাঁটিয়েছেন অনেক নেতা। দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ১৯৯৩ সালের ১৯ ডিসেম্বর জেলা যুবলীগের সম্মেলন হয়। ওই সম্মেলনে জাকির হোসেনকে সভাপতি ও ফজলুল করিম শাহিনকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। গত ২৪ বছরে আর জেলা যুবলীগের কোন কমিটি না হওয়ায় আ’লীগের এ অঙ্গ সংগঠনটিকে ঘুণে ধরেছে। এ অবস্থায় নতুন নেতৃত্ব চান বরিশাল যুবলীগের নেতাকর্মীরা। জেলা যুবলীগের নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন- তারেক বিন ইসলাম, জিয়াউর রহমান জিয়া, সুমন সেরনিয়াবাতসহ বেশ কয়েকজন। জেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন বলেন, কমিটির মেয়াদ ২৪ বছর হলেও দল চলছে। নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই নেতৃত্বও সৃষ্টি হচ্ছে না। তিনি দাবি করেন কেন্দ্রকে নতুন কমিটি করার কথা বলা হয়েছে। অপরদিকে ১২ বছর আগে ২০০৪ সালের ৭ জুলাই নিজামুল ইসলাম নিজামকে আহবায়ক করে মহানগর যুবলীগ গঠন করা হয়। বর্তমানে নতুন কমিটির জন্য মুখিয়ে আছেন নেতাকর্মীরা। মহানগর যুবলীগে পদপ্রত্যাশীরা হচ্ছেন রফিকুল ইসলাম খোকন, সাবেক ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম ছাবিদ, রফিকুল ইসলাম ঝন্টু, আব্দুর রাজ্জাকসহ বেশ কয়েকজন। মহানগর যুবলীগের সভাপতি পদ প্রত্যাশী রফিকুল ইসলাম খোকন বলেন, তারা তো অবশ্যই নতুন কমিটি চান। কিন্তু দেয়া হচ্ছে না। এরপরও তারা দলের জন্য কাজ করছেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে ব্যাপক কর্মসূচি হচ্ছে তাতে নতুনদের চেষ্টাও অনেক বেশি। মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শাহিন শিকদার বলেন, নতুন নেতৃত্ব সৃষ্টি করতে সম্মেলনের জন্য চেষ্টা চালাচ্ছেন তারা। কমিটির মেয়াদ এক যুগ পেরিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি কোন মন্তব্য করেননি। এ ব্যাপারে বরিশাল মহানগর আ’লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, যুবলীগে নতুন নেতৃত্ব তো হতেই হবে। তারাও চাচ্ছেন। নেতাকর্মীরা নতুন কমিটিতে স্থান পেতে উন্মুখ হয়ে আছেন। তারা বিষয়টি কেন্দ্রকে জানাবেন।

 

 

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net