শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৬

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
বরিশালে চাঁদপাশা হাইস্কুল ও কলেজ ডিজিটালকরণ ও নবীন বরণ উৎসব

বরিশালে চাঁদপাশা হাইস্কুল ও কলেজ ডিজিটালকরণ ও নবীন বরণ উৎসব

dynamic-sidebar

বাবুগঞ্জের ঐতিহ্যবাহী চাঁদপাশা হাইস্কুল ও কলেজ ডিজিটালকরণ চুক্তি স্বাক্ষর ও বর্ণাঢ্য নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বরিশালে বেসরকারি কলেজ পর্যায়ে নিয়োগপ্রাপ্ত সর্বপ্রথম নারী অধ্যক্ষ তাহমিনা আক্তারের নেতৃত্বে চাঁদপাশা হাইস্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে গতকাল ওই ডিজিটালকরণ ও একাদশ শ্রেণীর নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয়। এসময় “আমার ক্যাম্পাস আমার দেশ, গড়বো ডিজিটাল বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে এক আলোচনা ও মতবিনিময় সভা ছাড়াও নেটিজেন আইটি লিমিটেড নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে ডিজিটালকরণ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। কলেজের নবাগতা অধ্যক্ষ তাহমিনা আক্তারের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মহানগর সম্পাদক প্রভাষক মনিরুল ইসলাম, শিক্ষক পরিষদের সেক্রেটারি প্রভাষক আমিনুর রহমান শামীম, অধ্যাপক রুহুল আমিন, মোহাম্মদ হোসেন, প্রভাষক জিয়াউল ইসলাম, ইসমাইল হোসেন, সহকারী শিক্ষক মিজানুর রহমান,
নেটিজেন আইটি লিমিটেডের জেলা প্রতিনিধি বেল্লাল হোসেন, শিক্ষার্থী শাহিন আলম, রুকাইয়া আক্তার প্রমুখ। ডিজিটালাইজেশনের ওই চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে বক্তব্যকালে অধ্যক্ষ তাহমিনা আক্তার, শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হলে প্রযুক্তিগত শিক্ষা প্রদান ও প্রতিষ্ঠানকে ডিজিটালকরণের বিকল্প নেই। তাই বাবুগঞ্জ উপজেলায় সর্বপ্রথম চাঁদপাশা হাইস্কুল ও কলেজকে ডিজিটালকরণের উদ্যোগে নেওয়া হয়েছে। এজন্য কারিগরি ও প্রযুক্তিগত সব ধরনের সহায়তা করতে নেটিজেন আইটি লিমিটেডের সাথে ওই চুক্তি সম্পন্ন করা হয়েছে। এসময় “আমার ক্যাম্পাস আমার দেশ, গড়বো ডিজিটাল বাংলাদেশ”এ স্লোগানকে বুকে ধারন করে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে একযোগে এগিয়ে যাওয়ার আহবান জানান তিনি। পরে চাঁদপাশা হাইস্কুল ও কলেজের গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ইকবাল হোসেন তাপসের মায়ের অসুস্থতাজনিত কারণে বিদেশে অবস্থান করায় তার মায়ের রোগমুক্তি কামনা করা হয়। পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে শিল্পী ও শিক্ষার্থীরা।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net