শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৪

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
‘পরিবেশ না থাকায় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না’

‘পরিবেশ না থাকায় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না’

dynamic-sidebar

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পরিবেশ নেই, তাই ছাত্র সংসদ নির্বাচন করা যাচ্ছে না।

বৃহস্পতিবার দশম সংসদের ১৮তম অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন করার মতো পরিবেশ নেই। এ অজুহাত দেখিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন করতে রাজি হচ্ছে না। তাই ছাত্র সংসদ নির্বাচন করা সম্ভব হচ্ছে না।

তিনি আরো বলেন, আমি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে গিয়ে জোর করে নির্বাচন করতে চাপ সৃষ্টি করতে পারি না। সেটা সঙ্গতও নয়। তবে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় সেখানে গণতন্ত্র চর্চা হচ্ছে না, মেধাবী রাজনীতিক উঠে আসছে না।

নুরুল ইসলাম নাহিদ বলেন, পাকিস্তান আমলে শিক্ষাঙ্গনগুলোতে পরিবেশ থাকায় ছাত্র সংসদ নির্বাচন হতো। স্বাধীনতার পরেও সম্ভব ছিল। কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পরে দেশে কালা কানুন চালু হয়। সেনাশাসন, স্বৈরাচারী সরকারের কারণে বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র চর্চার পরিবেশ নষ্ট হয়ে যায়। সে কারণে ছাত্র সংসদ নির্বাচন করা সম্ভব হয়নি। এখনো পরিবেশ অনুকূলে না থাকায় নির্বাচন করতে চাচ্ছে না কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় বা কলেজের সিন্ডিকেট বা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। তারা যদি মনে করেন, পরিবেশের উন্নতি হয়েছে তা হলে নির্বাচন দিতে পারেন। এখানে ছাত্রছাত্রীসহ সংশ্লিষ্টদের নির্বাচন করার মতো পরিবেশ সৃষ্টির মানসিকতার উন্নয়ন ঘটাতে হবে।

জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়া উদ্দিন বাবলুর এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কলেজগুলোতে নির্বাচন মাঝখানে বাধাগ্রস্ত হচ্ছিল। তবে তা এখন অনেকটা কেটে গেছে। আমি মন্ত্রী বলে জোর করে কোনো কলেজের ছাত্র সংসদ নির্বাচন চাপিয়ে দেব, তা বাস্তবসম্মত নয়। আমাদের এমপিরা প্রায় অধিকাংশ কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি। তারা এবং কলেজ পরিচালন পর্ষদ যদি মনে করে, ছাত্র সংসদ নির্বাচন করার মতো পরিবেশ আছে তা হলে তারা করবেন। এতে বাধা দেবার বা অনুমতি দেবার কিছু নেই। কোনো কোনো কলেজে তো নির্বাচন হয়েছে বা হচ্ছে। তবে নির্বাচন চাপিয়ে দেবার বিষয় নয়। আনন্দঘন পরিবেশে নির্বাচন হতে হয়। সেটি অনেক কলেজে এখনো আসেনি।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি বা কলেজের অধ্যক্ষ করার জন্য এমপি মহোদয়দের যে তৎপরতা দেখি তার এক ভাগও যদি ছাত্র সংসদ নির্বাচনের জন্য তারা করতেন তাহলে হয়তো ছাত্র সংসদ নির্বাচন করা সম্ভব হতো। তবে এ বিষয়টি সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় বা কলেজ কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল। গণতন্ত্রের উন্নয়নের জন্য ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net