শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১০:০৩

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
বরিশাল কলেজের শিক্ষকের উদাসিনতায় ভর্তি বঞ্চিত ৮ শিক্ষার্থী

বরিশাল কলেজের শিক্ষকের উদাসিনতায় ভর্তি বঞ্চিত ৮ শিক্ষার্থী

dynamic-sidebar

সরকারি বরিশাল কলেজে ৮ শিক্ষার্থীর অনার্স প্রথম বর্ষে ভর্তি জটিলতা নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার বেরা সাড়ে ১১ টায় বরিশাল নগরের আগরপুর রোডস্থ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো: সুজন ব্যাপারী, সেতু দাস, শান্তা আক্তার, মো: শাকিবুল হক, মো: রাসেদ বালী, মো: মাসুম, ইসাত জাহান এবং অপু হাওলাদার উপস্থিত ছিলো। সংবাদ সম্মেলনের এক লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আমরা ৮ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে ২০১৭-১৮ শিক্ষা বর্ষে অনার্স প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান শাখায় মেধা তালিকায় উত্তীর্ন্ন হয়ে ২২ অক্টোবর ব্যাংকে নির্ধারিত ফি দিয়ে ২৩ অক্টোবর সরকারি বরিশাল কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ২৫ অক্টোবরের মধ্যে নিশ্চয়নের টাকা জমা দেওয়ার নির্দেশ থাকলেও কলেজ কর্তৃপক্ষ ৩০ অক্টোবর তা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করেন। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় নিশ্চয়নের টাকা গ্রহন না করে আমাদের ভর্তি বাতিল করে দেন। এর পর থেকে ভুক্তভোগী আট শিক্ষার্থী হিসাব বিজ্ঞান বিভাগে যথারিতি ক্লাস শুরু করে। শিক্ষার্থীরা লিখিত বক্তব্যে জানান, সরকারী বরিশাল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোশারেফ হোসেন ভুক্তভোগী শিক্ষার্থীদের জানান তোমাদের ভর্তিতে একটু সমস্যা রয়েছে। তোমরা তোমাদের কাগজপত্র তুলে নিয়ে যাও এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ কর। এবিষয়ে কলেজ কতৃপক্ষ তাদের ভুল স্বিকার করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডীন বরাবর একটি আবেদন করে। এঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানাগেছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানিয়েছে, কলেজ অধ্যক্ষ অলিউল ইসলাম তাদের পুনরায় রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তি আবেদন করতে বলে । রিলিজ স্লিপের ফলাফল চলতি মাসের ১৩ নভেম্বর প্রকাশিত হলেও অদ্যবধি কোন আশানুরুপ ফল পাওয়া যায়নি বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। এবিষয়ে সরকারী বরিশাল কলেজের অধ্যক্ষ প্রফেসর অলিউল ইসলাম জানান, কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোশারফ হোসেনের ভুলের কারনে এমনটা হয়েছে। তবে অতিদ্রুত তারা ভর্তি হতে পারবে। বিষয়টি নিয়ে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কথা বলেছি। শিক্ষাবিদ প্রফসর মো: হানিফ বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি বলেন শিক্ষার্থীরা নিয়তি ক্লাস করতে পারবে। ভর্তি নিয়ে তাদের দূশ্চিন্তার কোন কারন নেই।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net