শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৭

শিরোনাম :
প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল
বরিশালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চলছে ১জন চিকিৎসক দিয়ে

বরিশালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চলছে ১জন চিকিৎসক দিয়ে

dynamic-sidebar

বরিশালের আগৈলঝাড়ায় মাত্র ১ জন চিকিৎসক দিয়ে চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। মঞ্জুরীকৃত পদের মধ্যে আছেন মাত্র ৬ জন চিকিৎসক। ফলে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার প্রায় তিন লক্ষাধিক সাধারণ জনগণ।

হাসপাতালসূত্রে জানা গেছে, ১৯৭২ সালে আগৈলঝাড়া উপজেলার গৈলায় ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়। বহু বছর পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে আরেকটি দ্বিতল ভবন নির্মাণ করে হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ২৬টি চিকিৎসকের পদ থাকলেও আছেন মাত্র ৬ জন। এই ৬ জন চিকিৎসকের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলতাফ হোসেন ব্যস্ত থাকেন জেলা

ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সভা ও প্রশাসনিক কর্মকান্ডে। আবাসিক মেডিকেল অফিসার ডা. বখতিয়ার আল-মামুন, মেডিকেল অফিসার ডা. কেএম সাকিব ও ডা. জ্যোতি রানী বিশ্বাস ২ মাসের বুনিয়াদী প্রশিক্ষণে ঢাকায় রয়েছেন। ডেন্টাল সার্জন ডা. মনন কুমার দে এবং মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল-মামুন হাসপাতালে আগত রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে রীতিমত হিমশিম খাচ্ছেন। রোগীদের স্বজনরা অভিযোগ করে জানান, আমাদের প্রতিনিয়তই হাসপাতালে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। অনেক সময় চিকিৎসক না পেয়ে বাড়ি ফিরে যেতে হয়। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলতাফ হোসেন বলেন, চিকিৎসক সংকটের কথা উর্ধতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। শীঘ্রই সমস্যার সমাধান হতে পারে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net