রবিবার, ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১১:৩০

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
সাংবাদিকদের ওবায়দুল কাদের ‘খালেদা জিয়া অস্ত্রের রাজনীতি শুরু করেছেন’

সাংবাদিকদের ওবায়দুল কাদের ‘খালেদা জিয়া অস্ত্রের রাজনীতি শুরু করেছেন’

dynamic-sidebar

খালেদা জিয়া মাঠের রাজনীতি ছেড়ে অস্ত্রের রাজনীতি শুরু করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক-পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি সম্প্রদায়িক অপশক্তির সাথে আঁতাত না করলে আওয়ামী লীগকেও স্বৈরাচারের সাথে জোট করতে হতো না।

বিএনপি আজ বলছে গণতন্ত্র নাকি খাদে পড়েছে। আসলে বিএনপি রাজনীতিই আজ খাদের কিনারায় রয়েছে। বিএনপি সব দিক থেকে ব্যর্থ হয়ে এখন অস্ত্রের ভাষায় কথা বলেছে। তারা হাতুরি পিটিয়ে নিজেদের ঢোল বাজানোর চেষ্টা করছে।

সোমবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ২৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ না করায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কেউ যদি নির্বাচনে না আসে তবে সে দোষ কার? সেই দায়ভার কার? বিএনপি যদি গত সংসদ নির্বাচনে আসতো তাহলে তাদের আজ এই অবস্থা হতো না। তাদের নেতাকর্মীরা এতো হতাশ হতো না।

আওয়ামী লীগ কখনো অগণতান্ত্রিক কথা ও অগণতান্ত্রিক আচরণ করে না উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা (বিএনপি) আন্দোলনের নামে অতীতে পেট্রোলবোমা, ককটেল, আগুন দিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছে। পুড়িয়ে মানুষ হত্যার চেয়ে জঘন্য আর কী হতে পারে। জনগণ কি সেই দুঃসহ যন্ত্রণাময় অতীত ভুলে গেছে?

২০১৪ সালের কথা মনে করিয়ে দিয়ে কাদের বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে আগুন সন্ত্রাস করে গণতন্ত্র রক্ষার নামে বিএনপি যে আন্দোলন করেছিল, তা জনগণ মেনে নেয়নি। এ কারণেই তারা পরবর্তীতে কোন আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি। অতীত আন্দোলনের হতাশা থেকেই আজ দলটির নেতা-কর্মীরা দিশেহারা হয়ে পরেছে।

বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. দিপু মনি

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net