শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২২

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
বরিশাল মহিলা কলেজে অনার্স পরীক্ষার প্রক্সি দিতে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ আটক- ৭

বরিশাল মহিলা কলেজে অনার্স পরীক্ষার প্রক্সি দিতে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ আটক- ৭

dynamic-sidebar

বরিশাল সরকারী মহিলা কলেজে অনার্স পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ ৭ জনকে আটক করেছে কলেজ প্রশাসন। পরে তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। আজ (৫ ডিসেম্বর) মঙ্গলবার তাদের কলেজ থেকেই আটক করা হয়। কিন্তু এই বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন মহিলা কলেজের অধ্যক্ষ মোতালেব হাওলাদার। তিনি জানান এরকম কোন বিষয় ঘটেনি। তবে ঘটনাস্থলে গিয়ে আটকের সত্যতা পাওয়া গেছে। এই ঘটনায় আটককৃতরা হল, ব্রজমোহন কলেজের ছাত্র সুজন সিকদার, একই কলেজের ছাত্র রাজু, সৈয়দ ফজলুল হক কলেজের ছাত্র মোঃ মিজান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ মিলান, মুলাদীর বঙ্গবন্ধু কলেজের ছাত্র মোঃ আমিনুল, ভোলার বাডলা কলেজের ছাত্র মোঃ নুরে আলম ও শাখাওয়াত হোসেন। কলেজ সূত্রে জানা যায়, অনার্স চতুর্থ বর্ষের ইংরেজীর ইমপ্রুভ পরীক্ষার প্রক্সি দিতে গিয়ে বেশ কয়েকজনকে কলেজ প্রশাসনের সন্দেহ হয়। এদের মধ্যে ৭ জনকে হাতে নাতে আটক করা হলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। বরিশাল সরকারী মহিলা কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্বাস উদ্দিন জানান, সন্দেহভাজন ভাবে তাদের আটক করা হয়েছে। তবে ছেড়ে দেয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net