শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৮

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনের অনুষ্ঠানে হামলার অভিযোগ মিথ্যা-মান্নার দাবি

ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনের অনুষ্ঠানে হামলার অভিযোগ মিথ্যা-মান্নার দাবি

dynamic-sidebar

 

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পুর্বেই নিজ সংগঠনের নেতাকর্মীদের হাতেই ভন্ডুল হওয়া আয়োজন এর ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি ছাত্রলীগ নেতা রইজ আহম্মেদ মান্নার। ৩জানুয়ারি রাতে মহানগর ছাত্রলীগের মেয়াদোত্তীর্ন কমিটি আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলার বিষয়ে মুখ খুললেন ছাত্রলীগ নেতা রইজ আহম্মেদ মান্না। তিনি জানান তার বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা। ঘটনা জানতে পেরে রাতে অসংখ্যবার ফোন করেও তাকে ফোনে পাওয়া যায়নি। যে কারণে তার বক্তব্য ছাড়াই সংবাদ প্রকাশ হয়েছে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায়। তবে মান্না নিজেই এখন ফোন করে সাংবাদিকদের জানিয়েছেন, মেয়াদোত্তীর্ন কমিটির সভাপতি জসিম উদ্দিনের অনুষ্ঠানে হামলার অভিযোগ মিথ্যা। তিনি বলেন, মেয়াদোত্তীর্ন মহানগর ছাত্রলীগের কমিটির নেতারা গুরুত্বহীন হয়ে পড়ায় তাদের অনুষ্ঠানে ওয়ার্ড নেতাদের ডাকলেও কেউ সাড়া দেয়নি। যে কারণে ঝিমিয়ে পড়া নেতারা নিজেদের অবস্থান জাহির এবং মহানগর আওয়ামী লীগের সুনাম ক্ষুন্ন করতে হামলার নাটক সাজাতে পারে বলে তার ধারণা। এছাড়া নিজেদের মধ্যেও কোন্দল রয়েছে। এমনটাও হতে পারে অভ্যন্তরীন দ্বন্দ্বে অনুষ্ঠান গন্ডগোল হলে সেই দায় চাপিয়েছে আমাদের ওপর। মান্নার দাবি, ‘আমরা জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিয়ে ব্যস্ত থাকার কারণে ৩ জানুয়ারি রাতে অনেক সাংবাদিক ভাই আমাকে ফোন করলেও রিসিভ করতে পারিনি। ৪ তারিখ সকালে অনলাইন এবং প্রিন্ট পত্রিকায় দেখি আমার নেতৃত্বে নাকি নূরিয়া স্কুলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলা হয়েছে। যা দেখে আমি বিস্মিত। কারণ এ ধরনের কিছুই ঘটেনি। যদি আমি রাতে সাংবাদিকদের ফোন রিসিভ করে কথা বলতাম, তাহলে আমার বিরুদ্ধে এই অপপ্রচার হতো না।’ তিনি প্রকৃত ঘটনা তুলে ধরতে সাংবাদিকদের কাছে অনুরোধ জানান। এদিকে নগরীর অধিকাংশ ওয়ার্ডসহ কলেজ-বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ইউনিট ছাত্রলীগ রইজ আহম্মেদ মান্নার বিরুদ্ধে করা
অপপ্রচারের নিন্দা জানিয়েছেন। তারা বলেন, দলীয় নেতা-কর্মী কর্তৃক যে কোন অপকর্ম করলে তার বিষয়ে বর্তমান মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ অত্যন্ত কঠোর। যে কারণে অত্যন্ত শান্তি-শৃঙ্খলার সাথে কার্যক্রম চলছে। তাই যারা বছরের পর বছর ধরে ক্ষমতা আকড়ে রাখতে চায় তারা দলের বদনাম করতে বিভিন্ন সময় মিথ্যা অপপ্রচার চালায়।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net