রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১০:০৩

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ

এ মাসের শেষ সপ্তাহে বরিশাল জেলা ইজতেমা শুরু

dynamic-sidebar

এইচ আর হীরা: শুরু হয়েছে বরিশাল জেলা ইজতেমার মাঠ প্রস্তুতির কাজ। ইতোমধ্যে প্রতিদিন শত শত লোক স্বেচ্ছাসেবী হিসেবে দিন ভর ব্যস্ত সময় পাড় করছেন। চলছে জঙ্গল, লতা-পাতা সাফ অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ।গতবারের মত এবারও মুরুব্বীদের সিদ্ধান্তের প্রথম বছরই ৩২ জেলার মধ্যে বরিশাল অন্তর্ভূক্ত হয়। ২০১৭ সালের জেলা ইজতেমায় বরিশাল না থাকলেও ঝালকাঠী জেলা তালিকায় ছিলো। ফলে অনেক বৃদ্ধ, অসচ্ছল এবং অসুস্থদের পক্ষেও ইজতেমায় অংশ নেওয়ার সৌভাগ্য হয়েছে।এ বছরের জানুয়ারীতে পুনরায় বরিশালের সরদার পাড়া সংলগ্ন এলাকায় ইজতেমার ভেন্যু পড়ায় মুসল্লীদের মাঝে বিরাজ করছে খুশির আমেজ আর উদ্দীপনা.এদিকে মসজিদ কমিটির মুসল্লিরা, স্কুল কলেজের
ছাত্র সহ পাড়া মহল্লার যুবকেরা রয়েছেন পরিস্কার পরিছন্ন কাজে নিয়োজিত।তারা মাঠের ভিতরে মাটিকেটে উচু নিচু
সমান করছে। অনেকে আবার ময়লাকচুরিপানা পচা, ধানের গোড়া, পরিস্কার করছেন.যাতে করে মুসল্লিরা তিনদিনে একটু হলেও ভালো ভাবে আল্লাহর ইবাদত বন্দেগি করতে পারে। সময় খুবই কম অথচ কাজ অনেক। শত শত টয়লেট নির্মান, ওযুর পানির ব্যবস্থা করা, বিকল্প হিসেবে বিদ্যুতের জন্য জেনারেটর, অস্থায়ী হাসপাতাল নির্মান, ফায়ার সার্ভিস’র জন্য স্থান নির্ধারন, ষ্টেজ ও প্যান্ডেল তৈরী সহ অনেক কাজ। তাই ইতোমধ্যে ইজতেমা প্রাঙ্গনের কাজ বেশ জোড়ে সোরেই শুরু হয়েছে। বরিশাল হাতেম আলী কলেজ চৌমাথা মারকাজ মসজিদের ইমাম মোহাঃ মহসিন হোসেন’র দেওয়া তথ্য মতে, জানুয়ারী ২০১৮ এর ২৫, ২৬ এবং ২৭ তারিখে অনুষ্ঠিত হবে এ বছরের জেলা ইজতেমা। মহান আল্লাহর একটু করুনার আশায়, তার খুশির জন্য সকলেই সেচ্ছাশ্রমে ব্যস্ত। চৌমাথা রহমানিয়া মাদ্রাসার একাধিক শিক্ষার্থী জানান,তিন থেকে চার দিন যাবত ইজতেমা ময়দান পরস্কার পরিচ্ছন্নতার কাজ করছি, আমাদের সওয়াব হচ্ছে,আল্লাহর রাস্তায় কাজ করতে পেরে খুব ভাল লাগছে.সকলেই আমরা আল্লাহ পদে এসেছি। নগরীর বটতলাএলাকা
থেকেআসা আল আমিন .মাহফুজ. সৈকত.রানাসহ আরও অনেকেই জানান,বরিশালে ২য় বারের মত ইজতেমায় হাজার হাজার মুসল্লিরা আল্লাহর পদেসামিল হবেন। এই ময়দানেই তারা তিনটি দিন আল্লাহরদ্যানে মগ্ন থাকবেন।তাই আমরা এই ময়দানে কাজ করাতো ভাগ্যের ব্যাপার এদিকে ইজতেমা মাঠের তদারকির দায়িত্বে যারা রয়েছেন তারা জানান,গত বারের চেয়ে দিগুনেরও বেশি মুসল্লি হবার সম্ভাবনা রয়েছে মাঠে। তাই সবদিক বিবেচনা করে মাঠ এবার দক্ষিনেসরিয়ে নেয়া হয়েছে।আনুমানি ২০ থেকে ২৫ একর জমিতেএজতেমা মাঠ নির্ধারন করা হয়েছে।তার পর আশে পাশের জমি রয়েছে ।মাঠের দায়িত্ব থাকা মারকাজুল জামে মসজিদের সানি ইমাম মাওলানা আবদুল রহিম জানান,এ বছরের এজতেমা শুরু
হবে ২৫.২৬.২৭ জানুয়ারিতে তাই আমরা থানা কাঞ্চনের পিছনের মাঠকে বেছে নেই তারপর গত বছর নভেম্বর থেকেই মাঠে কাজ শুরু করি।বরিশাল জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসাথেকে শুরু করে পাড়া মহল্লার ধর্ম প্রান মুসল্লিরা
নিজেদের স্বেচ্ছায় যার যতটুকু সাধ্য আছে সকলেই এসে সে ভাবে কাজ করছে এজতেমা ময়দানে।তবে এবার ৫০ থেকে ৬০ হাজার মুসল্লিরা এজতেমা ময়দানে আশার সম্ভাবনা রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net