বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৮

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
নির্বাচন সুষ্ঠু হলে ২০ দলের প্রার্থী তাবিথ বিজয়ী হবে: রিজভী

নির্বাচন সুষ্ঠু হলে ২০ দলের প্রার্থী তাবিথ বিজয়ী হবে: রিজভী

dynamic-sidebar

ঢাকা সিটি উত্তরের উপনির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে ২০ দলের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেছেন।
রিজভী বলেন, ঢাকা উত্তর সিটিতে বিগত নির্বাচন সুষ্ঠু হলে তাবিদ আউয়ালই জয়ী হত। জাল ভোট দিয়ে আওয়ামী পার্থীকে জয়ী করানো হয়েছে। এবার সুষ্ঠু নির্বাচনে ইসি সদয় হলে তাবিথই জয়ী হবেন।
এসময় তিনি ডিএনসিসি নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে দ্রুত লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি ও নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। ঢাকা বাসীকে তাবিথ আউয়ালের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান রুহুল কবির রিজভী।
রিজভী আরও বলেন, বিদেশি সমর্থন নিয়ে বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় এসেছে। এজন্যই তারা জনগণের আকাঙ্খা, দাবি বুঝতে চাইবে না।
তিনি বলেন, বর্তমান সংকীর্ণ এক রাজনৈতিক মনোভাবাপন্ন প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না।
গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য পরস্পরবিরোধী।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এর শ্রবণেন্দ্রীয়তে সমস্যা থাকতে পারে, কিন্তু জাতি বারবার বিএনপিসহ বিরোধী দলের সুষ্পষ্ট উচ্চারণ শুনেছে যে, বর্তমান সংসদ এবং প্রধানমন্ত্রীকে বহাল রেখে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না। নির্দলীয় সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন হতে হবে। কারণ বর্তমান প্রধানমন্ত্রী সংকীর্ণ দলীয় চিন্তার বাইরে এক ধাপও ফেলেন না। বিরোধী দলকে তিনি শত্রু জ্ঞান করেন এবং বিরোধী মত ও সমালোচনায় তিনি অস্থির হয়ে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন। সুতরাং এধরণের মনোবৃত্তির প্রধানমন্ত্রীর নেতৃত্বে কখনোই কোন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। একদেশদর্শী প্রধানমন্ত্রীর কোনো গণতান্ত্রিক চেতনা নেই। আর গণতান্ত্রিক চেতনা ছাড়া মানবিকতা, সুষ্ঠু নির্বাচন অসম্ভব।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net