মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ২:৫৯

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিসিসি’র আরআই জাহাঙ্গীর-সাজ্জাতের বানিজ্য !

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিসিসি’র আরআই জাহাঙ্গীর-সাজ্জাতের বানিজ্য !

dynamic-sidebar

এইচ এম হেলাল:
আগামী ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে বিসিসি’র রোড ইন্সপেক্টরদের ভাগ্যের চাকা খুলছে। বিশেষ করে নগরীর ফুটপাত দখল করে রাখা হকার ও ব্যবসায়ী শ্রেণীর রোড ইন্সপেক্টরদের ভাগ্যের চাকা কেননা উ”েছদ না হওয়া শর্তে মাত্র ২০ হাজার টাকা। ২০ হাজার টাকার জন্য বর্তমান জনপ্রিয় সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার হুমকীতে রেখে এমন দুঃশাহস দেখা”েছন বিসিসি’র রোড ইন্সপেক্টররা। এদের কারছে দীর্ঘ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফর নিয়ে উদ্বিগ্ন। আ’লীগ নেতা কর্মীরা বলেছেন বিসিসি’র রোড ইন্সপেক্টরদের এরকম হেয়ালী বরদাস্ত করা হবেনা। প্রধানমন্ত্রীর সফর সুন্দর ও নির্বিঘœ করতে আ’লীগ কাজ করছে। সূত্রে জানা যায়, বর্তমান মেয়াদে সরকার দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ ফেব্রুয়ারি প্রথম বারের মত বরিশাল সফল করবেন আগামী নির্বাচনকে সামনে রেখে। আর এসময় অনেক তাৎপর্যপূর্ণ এ উপলক্ষ্যে বরিশাল আ’লীগ নেতাকর্মীর বিভিন্ন ¯’ানে প্র¯‘তিমূলক সভা করেছেন। সাথে সাথে ¯’ানীয় প্রশাসন ও বরিশাল সিটি কর্পোরেশনও থেমে নেই। তারাও প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে উ”েছদ ও নিরাপত্তা জোড়দার করেছেন। এরই ধারাবাহিকতায় নগরীর বিভিন্ন স্পটে উ”েছদ অভিযান পরিচালনা করছে বিসিসি। আর এতেই ভাগ্য খুলছে বিসিসি’র রোড ইন্সপেক্টর জাহাঙ্গীর ও সাজ্জাতের। উ”েছদকৃত এলাকার ¯’ান ভেদে ৫শ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত উৎকোচ নিয়ে দখলবাজদের কাউকে কাউকে বহাল বতিয়তে রেখেছেন ওই দুই কর্মকর্তা। অবশ্য উৎকোচ দিতে অস্বীকার করায় তাদের রোষানলে পরতে হয়েছে কিছু ব্যবসায়ীদের। নগরীর বান্দরোডের একাধিক ব্যবসায়ী জানান, আরআই জাহাঙ্গীর উ”েছদের পূর্বে তাদের অফিসে ডেকে ২০ হাজার টাকা পর্যন্ত উৎকোচ দাবী করেন। এতে অনিহা প্রকাশ করলে কয়েক ঘন্টার মধ্যেই তাদের ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেয়। তারা জানান, প্রধানমন্ত্রীর সফরকে নির্বিঘœ করতে তারাও কাজ করছেন। নিজেদের মত করে প্রতিষ্ঠানগুলো সরিয়ে নেয়ার পূর্বেই আরই্ জাহাঙ্গীরের কারণে অনেক টাকা লোকশান গুনছেন তারা। অপরদিকে নগরীর নতুন বাজারের ফুটপাত গুলো এখনো দখলে রেখে বহাল বতিয়তে রয়েছেন দখলবাজরা। এসব কারণে প্রধানমন্ত্রীর সফর কতটা নির্বিঘœ হবে তা নিয়ে উদ্বিগ্ন সচেতন মহল ও আ’লীগ নেতারা। শেষমেষ বিএনপি পš’ী বিসিসি’র এই দুই কর্মকর্তার উৎকোচ বানিজ্য বদনাম না হয় বরিশাল বাসীর। এ ধরণের অভিযোগ অস্বীকার করে রোড ইন্সপেক্টর জাহাঙ্গীর বলেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে মহানগর আ’লীগ সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, বিসিসি আরআই দ্বয় যদি এমনটা করে থাকেন তবে তা কাম্য নয়। বিষয়টি তিনি দেখবেন বলে জানিয়ে বলেন, আ’লীগ নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সফরকে নির্বিঘœ করতে ইতিমধ্যে কাজ শুরু করেছেন। এছাড়া তিনি বিষয়টি নিয়ে বিসিসি’র কর্মকর্তাদের সাথে কথা বলবে বলে জানান।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net