শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫১

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
আমার ওপর নির্যাতনের একভাগও পাননি খালেদা: এরশাদ

আমার ওপর নির্যাতনের একভাগও পাননি খালেদা: এরশাদ

dynamic-sidebar

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ক্ষমতার ছাড়ার পর বিএনপি তার ওপর যে নির্যাতন করেছিল তার একশ ভাগের এক ভাগও খালেদা জিয়ার ওপর করা হয়নি।

শনিবার বিকালে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে উপজেলা জাতীয় পার্টির এক জনসভায় এরশাদ এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এরশাদ এবং তার দলের নেতা মশিউর রহমান রাঙ্গার নানা বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। রাঙ্গা কক্সবাজারে গিয়ে এক জনসভায় বলেছিলেন, খালেদা জিয়াকে ১৫ দিনের মধ্যে জেলে যেতে হবে।

আবার ২৩ জানুয়ারি লালমনিরহাটে এক দলীয় অনুষ্ঠানে এরশাদ বলেন, ‘ওনার (খালেদা) বেশি দিন নাই। ওনাকে জেলে যেতেই হবে।’

এরশাদ ও রাঙ্গার এসব বক্তব্যকে সামনে নিয়ে এসেই বিএনপি দাবি করছে, দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায় আগেই লেখা।

তবে খালেদা জিয়াকে নিয়ে এরশাদ তার বক্তব্য চালিয়েই যাচ্ছেন। বিএনপি সরকারের আমলে কারাগারে থাকার অভিজ্ঞতা বর্ণনা করে ঠাকুরগাঁওয়ে তিনি বলেন, ‘আমাকে রমজান মাসে ঠিকমত ইফতার কিংবা সেহরিও করতে দেওয়া হয়নি। এতে আমি অসুস্থ হয়ে পড়লে আমার স্ত্রী আমাকে হাসপাতালে নেওয়ার জন্য অনশন করলে বেগম খালেদা জিয়া বলেছিলেন, এরশাদ জীবন্ত অবস্থায় কারাগারে গেছে, আর লাশ হয়ে কারাগার থেকে বের হবে।’

‘আমার ওপর যে নির্যাতন করা হয়েছে, সে তুলনায় বেগম খালেদা জিয়ার উপর একশ ভাগের এক ভাগও করা হয়নি।’

এরশাদ তার ছয় বছর জেলে থাকার বর্ণনা দিয়ে বলেন, ‘পৃথিবীর কোন নেতাকে এত দীর্ঘ সময় কারা ভোগ করতে হয়নি। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও একটানা এতদিন জেলে থাকতে হয়নি।’

বর্তমানে দেশে যে উন্নয়ন হচ্ছে তার ভিত্তি জাতীয় পার্টির সরকার স্থাপন করেছিল দাবি করে এরশাদ বলেন, ‘সেই ভিত্তির উপর বর্তমান ও তার পূর্বের সরকারগুলো ধারাবাহিকতা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে।’

জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসলে দেশের মানুষের দুঃখ ঘুচবে অঙ্গীকার করে সাবেক রাষ্ট্রপতি আগামী নির্বাচনে আবার লাঙ্গল মার্কায় ভোট দিতে ঠাকুরগাঁওবাসীকে অনুরোধ জানান।

জনসভায় জাতীয় পর্টির সভাপতিম-লীর সদস্য ও ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, সংসদ সদস্য শওকত আলী ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net