শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৯

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
একনজরে সারাদেশের উপ-নির্বাচনের ফলাফল

একনজরে সারাদেশের উপ-নির্বাচনের ফলাফল

dynamic-sidebar

সারাদেশের বেশ কয়েকটি এলাকায় সোমবার অনুষ্ঠিত হলো উপ-নির্বাচন। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ………………

 

বরিশাল অফিসঃ
বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী ৯৮,৯৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী (ধানের শীষ) মঞ্জুর হোসেন মিলন পেয়েছেন ২৭৮২ ভোট।
গৌরনদী উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
গলাচিপাঃ
গলাচিপা পৌরসভা উপ নির্বাচন সোমবার শান্তিপূর্নভাবে শেষ হয়েছে। এ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী প্রয়াত মেয়রের ছেলে আহসানুল হক তুহিন নৌকা মার্কায় ৬০২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হোসেন খান ধানের শীষ মার্কায় পেয়েছেন ৮২৪ ভোট। স্বতন্ত্র প্রর্থী আাবু তালেব মিয়া নারিকেল গাছ মার্কায় ৭৯৭ ভোট পেয়েছেন।
এ পৌরসভায় ১৪ হাজার ৬৬১ জন ভোটারের মধ্যে ৭ হাজার ৭১১ জন ভোটার ভোট দিয়েছেন এর মধ্যে বৈধ ভোট ৭হাজার ৬৪৭।

সিলেটঃ

জেলার ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত প্রার্থী ময়নুল হক চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১৯ হাজার ৮৯৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী জগলু ঘোড়ার প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৮৬৫ ভোট।

এদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৮০৯ ভোট। এছাড়া জাতীয় পার্টির শিব্বির আহমদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪২৪ ভোট।

উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, এ উপজেলায় প্রায় ৫০ ভাগ ভোট কাস্ট হয়েছে।

কুমিল্লাঃ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষেদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট আমিনুল ইসলাম টুটুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সোমবার অনুষ্ঠিত নির্বাচনে ৪৬ হাজার ৯৯ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল কাইয়ুম পেয়েছেন ১৯ হাজার ৩৫৩ ভোট। সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা খোরশেদ আলম এ ফলাফল ঘোষণা করেন। এ নির্বাচনে ৩৪.৭৪ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন।
কিশোরগঞ্জঃ

জেলার হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের বেসরকারি ফলাফলে বিএনপি প্রার্থী জহিরুল ইসলাম মবিন (ধানের শীষ) বিজয়ী হয়েছেন।

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর মধ্যে জহিরুল ইসলাম মবিন ২৭ হাজার ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী মোহাম্মদ সোহেল (আনারস) পেয়েছেন ২১ হাজার ৩২৮ ভোট।

অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থী জহিরুল ইসলাম নূরু (নৌকা) ১৯ হাজার ২২ ভোট পেয়ে তিনজনের মধ্যে তৃতীয় হয়েছেন।

সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন শেষে সন্ধ্যা ৭টার দিকে রিটার্নিং অফিসার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

২০১৪ সালের ১৫ই মার্চ অনুষ্ঠিত হোসেনপুর উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আয়ুব আলী চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু ২০১৫ সালের ২৯শে নভেম্বর রাতে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। ফলে তার পদটি শূণ্য হয়ে যায়।

গত পহেলা ফেব্রুয়ারি চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। চেয়ারম্যান পদে এবারের উপনির্বাচন অনুষ্ঠিত হয় দলীয় প্রতীকে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন প্রার্থী।

তারা হলেন, আওয়ামী লীগ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নূরু (নৌকা), বিএনপি প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম মবিন (ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী সাবেক ছাত্রলীগ নেতা ও প্রয়াত উপজেলা চেয়ারম্যান মো. আয়ুব আলীর ছেলে মোহাম্মদ সোহেল (আনারস)।

৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে ১২১ বর্গ কিলোমিটারের হোসেনপুর উপজেলার মোট ভোটার ১ লাখ ৩১ হাজার ৪৬৭জন। নির্বাচনে শতকরা ৫১.৯১ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের নির্বাচনী আসন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) আসনভুক্ত। এই উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণার পর পিতার শূণ্য চেয়ার পেতে দলীয় মনোনয়ন চান প্রয়াত উপজেলা চেয়ারম্যান মো. আয়ুব আলীর ছেলে সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ সোহেল।

কিন্তু হোসেনপুর আওয়ামী লীগের দীর্ঘদিনের কাণ্ডারি আয়ুব আলীর সন্তান দলের সোহেল মনোনয়ন বঞ্চিত হন। আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নূরুকে। এতে আয়ুব আলীর অনুসারীরা ক্ষুব্ধ হয়ে সোহেলকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নিয়ে আসেন।

ফলে স্থানীয় আওয়ামী লীগ দৃশ্যত দুইভাগে বিভক্ত হয়ে পড়ে। নির্বাচনে আওয়ামী লীগের এই গৃহদাহের শতভাগ সুবিধা নেয় বিএনপি। দলটির প্রার্থী প্রার্থী উপজেলা বিএনপি সভাপতি জহিরুল ইসলাম মবিনকে নিয়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসেন।
বরিশালঃ

বরিশালের বানারীপাড়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জেলার বানারীপাড়ায় আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী মাঝি আলহাজ গোলাম ফারুক ৭৬ হাজার ৪৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মিজানুর রহমান চোকদার পেয়েছেন ৩ হাজার ৫৫০ ও বিএনপি মনোনীত প্রার্থী শাহে আলম মিয়া পেয়েছেন ২ হাজার ৯৮৭ ভোট।

সাতক্ষীরাঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরাফাত হোসেন ৩৯,৪৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা ৩২,২৭২ ভোট পেয়েছেন।

সোমবার (৬ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ফলাফল ঘোষণা করেন উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার কামরুল হাসান।

২০১৬ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ২০১৫ সালের ৩ ডিসেম্বর পদত্যাগ করেন। এতে কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যানের পদটি শূন্য হয়।

নীলফামারীঃ

নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ফয়সাল মুরাদ (টিউবয়েল প্রতীক) ৪১ হাজার ৪৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের (নৌকা প্রতীক) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু পেয়েছেন ১৫ হাজার ১৩৩ ভোট এবং অপর স্বতন্ত্র প্রার্থী উপজেলা জাসদের সভাপতি গোলাম পাশা এলিচ পান ১৪ হাজার ১৩৩ ভোট।

সোমবার (৬ মার্চ) সন্ধ্যা ৬টায় জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাস উদ্দীন এ ফল ঘোষণা করেন।
নাটোরঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ৬৬ হাজার ৪৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সাবেক ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাসেল পেয়েছেন ৩৯২৬০ ভোট।

সোমবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার সময় জেলা নির্বাচন কর্মকর্তা ও বড়াইগ্রাম উপজেলা পরিষদ উপ নির্বাচনের রিটার্নিং অফিসার আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

বগুড়াঃ

বগুড়ার শেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে কাউন্সিলর পদে বিএনপি সমর্থিত প্রার্থী পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া মাসুদ টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি ১ হাজার ৩শ’ ৩৭ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পৌর ছাত্রলীগের সভাপতি রেজাউল হক ফাহিম উটপাখি প্রতীক নিয়ে পেয়েছেন ৫শ’ ২৮ ভোট।

সোমবার (০৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

আব্দুল কাইয়ুম জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শহরের টাউন কলোনি এজে উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

মোট দুই হাজার ৬শ’৭৭জন ভোটারের মধ্যে এক হাজার ৮শ’ ৮৮জন ভোট দিয়েছেন। মোট ৮টি বুথে ২৬ জন কর্মকর্তা ভোটগ্রহণ করেন।

র‌্যাব-পুলিশসহ আনসার-ভিডিপির অর্ধশতাধিক সদস্য আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বপালন করেন। এছাড়া ভোট কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করেন বলেও-যোগ করেন এ কর্মকর্তা।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে শেরপুর পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে এবিএম মোস্তাফিজুর রহমান মোস্তাক বিজয়ী হন। ২০১৬ সালের ২৬ জুন তার আকস্মিক মৃত্যু হয়। পরে এ ওয়ার্ডটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

গত ০১ ফেব্রুয়ারি উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ১৪ফেব্রুয়ারি দুই প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। পরদিন ১৫ফেব্রুয়ারি যাছাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হয় প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মাঝে। এরপর নির্বাচনী মাঠে নামেন তারা।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net