শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৭

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সৌন্দর্যবর্ধন গেইটের সমারোহ

বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সৌন্দর্যবর্ধন গেইটের সমারোহ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক: আজ বরিশালে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান সরকারের মেয়াদে এই প্রথম তিনি বরিশাল সফর করবেন। ছয় বছর পূর্বে তিনি বরিশালে এসেছিলেন। দীর্ঘ ছয় বছর পর প্রধানমন্ত্রীর বরিশাল আগমন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে নগরী। চারিদিকে একটি উৎসবমূখর পরিবেশ। নেতাকর্মীদের মধ্যেও উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। তাকে বরণ করে নিতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন বরিশালবাসী। এছাড়া প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলবাসীর প্রত্যাশাও অনেক। জানা গেছে, এবারের সফরে লেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাস সহ মোট ৩৯টি প্রকল্পে উদ্বোধন এবং ৩৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এদিকে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তার এ সফরে গুরুত্ব পাচ্ছে নির্বাচনকেন্দ্রিক ভাবনা। সিটি ও জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সবচেয়ে বেশি তৎপর। ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রীর বরিশাল সফর থেকেই শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা। তারই ধারাবাহিকতা অব্যাহত রেখে ঢাকা বরিশাল প্রধান সড়কের কাশীপুর ইছাকাঠী ২৯ নং ওয়ার্ড বরিশাল মহানগর আ:লীগ নেতা কামরূজামান লিখন’র নিজ হাতে তৈরি করা গেটটি যেন নগরবাসীর পুরনো সৃতি মনে করিয়ে দেয়,আর এমনটাই ধারনা করা হয়েছে, পুরো গেটটিতে। শুধু তাই নয়, রয়েছে ভাষার মাস ফেব্রুয়ারির বেশ কিছু সৃতি বিচরণ । পাশাপাশি আরো রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী শিশুদের. স্নেহ ভালোবাসার অংশ সহ বেশ কিছু উল্লেখযোগ্য ছবি। যে গুলো যেকোনো মানুশের হ্রদয়ছুয়ে যাওয়ার মত। মহানগর যুবলীগ নেতা কামরূজামান লিখন বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারকে পুনরায় বিজয়ী করতে হলে প্রচার প্রচারণা করার কোনো প্রয়োজন নেই.কেননা বরিশালের মানুষ বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এবং বরিশালের জনগণের প্রানপ্রিয় নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে মেয়র হিসেবে পেতে আওয়ামীলীগ সরকারকে আবারও বিজয়ী করবে ইনশাআল্লাহ। আওয়ামীলীগ সরকার গত ৯ বছরে যে সকল উন্নয়ন মুলক কাজ করেছে এরকম আর কোনো সরকারের আমলে হয়নি। এসব উন্নয়নের কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে বিভিন্ন জনসভা ও সফরের আয়োজন করা হয়েছে। তিনি আরো যানানবরিশাল আওয়ামীলীগ এর সকল অঙ্গসংগঠন এর লক্ষ্য এবারের জনসভায় তিন লাখ লোকের সমাগম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগতম জানানো। বরিশাল বিভাগের ছয় জেলা ও ৪২টি উপজেলা থেকে সাধারণ জনগণ জনসভায় উপস্থিতি হলে গোটা বরিশাল নগরী জনসমুদ্রে পরিনত হবে বলে মনে করেন তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net