রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৭

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ

বরিশালে সাংবাদিকদের কালো পতাকা মিছিল

dynamic-sidebar

বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সুমনের উপর ডিবি পুলিশের বর্বর নির্যাতনের প্রতিবাদে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শুক্রবার(১৫মার্চ) নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশালের উদ্যোগে সকাল ১১টায় অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কালো পতাকা মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের সভাপতি হাসিবুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি হুমায়ন কবির, যুগন্তরের বরিশাল ব্যূরো প্রধান আক্তার ফারুক শাহীন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মুরাদ আহমেদ, সাবেক সহ-সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, রিপোর্টাস ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক বেলায়েত বাবলু।

 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন ফরিদ, মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারন সম্পাদক খলিলুর রহমান, নিউজ টোয়েন্টিফোরের রাহাত খান, সময় টেলিভিশনের ফিরদাউস সোহাগ, নিউজ এডিটরস্ কাউন্সিলের সাধারন সম্পাদক সৈয়দ মেহেদী হাসান,সংগঠনের খন্দকার রাকিব, রিপন হাওলাদার, হুমায়ন কবির রোকন, বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি মজিবর রহমান নাহিদ প্রমুখ।

 

এসময় বক্তারা দ্রুত দোষি পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ শাস্তি নেয়ার দাবী জানাায়। বক্তারা প্রশাসনকে হুশিয়াারী দিয়ে বলেন, সুমনের উপর হামলকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে যতদিন পর্যন্ত ব্যবস্থা না নেয়া হবে ততদিন পর্যন্ত বরিশালের সাংবাদিক সমাজ মাঠে থাকবে।

এর আগে মঙ্গলবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডিবিসির ক্যামেরাপারসন সুমনকে নগরীর বিউটি রোড থেকে পেটাতে পেটাতে গাড়িতে তুলে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

গাড়িতে বসেও আরও নির্যাতনসহ তার অন্ডকোষ চেপে ধরা হয়। এ ঘটনায় বরিশালের সাংবাদিকরা প্রতিবাদ মুখর হলে মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই দলে থাকা গোয়েন্দা পুলিশের ৮ সদস্যকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়। বুধবার এ ঘটনায় অভিযুক্ত ডিবির কনস্টেবল মাসুদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net