শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৪

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

dynamic-sidebar

দীর্ঘ ৪ ঘন্টা পরে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বেলা সোয়া ২ টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচী থেকে সরে দাড়ালে তাৎক্ষনিক যান চলাচল স্বাভাবিক হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, মহাসড়কে অবস্থান নিয়ে তাদের কর্মসূচী বিকেল ৫ টা পর্যন্ত হওয়ার কথা থাকলেও জনগনের দূর্ভোগের কথা চিন্তা করে বেলা সোয়া ২ টার দিকে অবরোধ তুলে নেয়া হয়। তবে এতে করে কোটা সংস্কারের দাবী না মানা পর্যন্ত আন্দোলন থেমে যাওয়ার কোন সুযোগ নেই। আন্দোলনকারীদের নেতৃত্বে থাকা ছাত্রদের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জহিরুল ইসলাম জানান, আজকে দিনের মধ্যে দাবীর বিষয়ে কোন সিদ্ধান্ত না হলে কাল সকালে আবারো আন্দোলনে নামার ঘোষনা দিয়েছে শিক্ষার্থীরা। এদিকে বিশ্ববিদ্যালয় ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানাগেছে, বুধবার সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে অবস্থান নিয়ে কোটা সংস্কারের দাবীতে বিক্ষোভ শুরু করে। এসময় শিক্ষার্থীরা সড়কে টায়ারে আগুন জালিয়ে, ইট ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পাশাপাশি সড়কের ওপর বসে বিভিন্ন ধরণের স্লোগান ও খন্ডে খন্ডে মিছিল করে শিক্ষার্থীরা। ফলে বরিশাল থেকে ভোলা-পটুয়াখালী, বরগুনা জেলায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলামিন বলেন, আন্দোলনে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলেও রোগীসহ জরুরী প্রয়োজনের সকল যানবাহন চলাচল করতে দেয়া হয়েছে। কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই তারা কর্মসূচী পালন করছে। এদিকে আন্দোলনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় ব্যপক পুলিশ মোতায়েনরত ছিলো। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া জানান, আন্দোলনের ফলে জনগনের যাতে কোন ধরনের সমস্যা না হয় সেজন্য আন্দোলনরতদের সাথে সকাল থেকেই পুলিশের পক্ষ থেকে বার বার আলোচনা করা হয়। যারমাধ্যমে মহাসড়ক অবরোধ তুলে দেওয়ার চেস্টা করা হয়। অপরদিকে কোটা পদ্বতির সংস্কারসহ ৫ দফা দাবীতে বরিশাল নগরের কাজীপাড়া সংলগ্ন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীরা বেলা সোয়া ১২ টা থেকে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ শুরু করে। কলেজের সামনের ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ করে। পরে বেলা ২ টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। ক্যাম্পাসের শিক্ষার্থী শাওন জানান, জনগনের যাতে ভোগান্তি না হয় সেজন্য বেলা ২ টার দিকে বিক্ষোভ প্রদর্শনকারী শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ তুলে নেয়। তবে যে কোন সময় আবারো শিক্ষার্থীরা আন্দোলনে নামবে বলেও জানান তিনি। এদিকে সকাল সাড়ে ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত ব‌রিশাল সরকারি ব্রজমোহন(বিএম) কলেজের শিক্ষার্থীরা ক্লাশ ও পরীক্ষা বর্জন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ কর্মসূচী পালন করছে। প্রসঙ্গত, কোটা পদ্ধতির সংস্কারসহ পাঁচ দফা দাবিতে গত ১৭ ফেব্রুয়ারি থেকে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ ও জেলা পর্যায়ে আন্দোলন কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশীরা।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net