শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৮

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
বরিশালে চলছে সাংবাদিক পুলিশ লেখা যানবাহন বন্ধে সাড়াশি অভিযান

বরিশালে চলছে সাংবাদিক পুলিশ লেখা যানবাহন বন্ধে সাড়াশি অভিযান

dynamic-sidebar

বরিশালে যানবাহনে সাংবাদিক পুলিশ ও প্রেস লেখা রোধ করতে সাড়াশি অভিযান শুরু করেছে মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ। এই অভিযানে অংশ হিসেবে গত ৭ দিনে অন্তত ১ হাজার ১১ টি মামলা রুজু করেছে।

এর মধ্যে ৮০৬টি মামলা হয়েছে মোটরসাইকেল আইন লঙ্ঘন অভিযোগে।

 

বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ সূত্র জানিয়েছে- আকস্মিক শহরে মোটরসাইকেলগুলোতে প্রেস সাংবাদিক ও পুলিশ অহরহ দেখা যায়। কেউ কেউ এমন সাইনবোর্ড ব্যবহার করে আইনশৃঙ্খলা বিরোধী কাজেও জড়িয়ে পড়ে।

বিশেষ করে সাংবাদিক লেখা ব্যবহার করে মাদক ব্যবসায়িরাও সুযোগ নিচ্ছিল। সাম্প্রতিকালে সাংবাদিক লেখা একটি মোটরসাইকেল থামিয়ে আরোহীকে তল্লাশি করতে তার কাছে ইয়াবা পাওয়া যায়। তাছাড়া সাংবাদিক বা পুলিশ না হয়েও অনেকে মোটরসাইকেলে স্টিকার ব্যবহার করে আসছিল। মূলত এ খবর নিশ্চিত হয়েই অনেকটা নড়েচড়ে বসেছে বরিশাল ট্রাফিক পুলিশ।

এই ধারাবাহিকতা বজায় রাখতে বৃহস্পতিবারও বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নিয়ে যানবাহনে অভিযান করে ট্রাফিক পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাফুজুর রহমান জানিয়েছেন- আইন না মেনে মোটরসাইকেল চলাচলের কারণে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাছাড়া সাংবাদিক পুলিশ স্টিকার ব্যবহারের মাত্রাও বৃদ্ধি পেয়েছে।

বিশেষ করে এই দুটি পেশাকে ব্যবহার করে মাদকের ব্যবসাও অনেকে চালিয়ে আসছিলেন অনেকে। সবকিছু বিবেচনা করে শহরবাসীর নিরাপত্তার স্বার্থে সাংবাদিক ও পুলিশ স্টিকার ব্যবহার বন্ধে অভিযান চালানো হচ্ছে।’’

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net