সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৬:১৪

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
জননন্দিত জেলা প্রশাসক আপনার দীর্ঘায়ূ কামনা করছি‌”বিশেষ কলাম”

জননন্দিত জেলা প্রশাসক আপনার দীর্ঘায়ূ কামনা করছি‌”বিশেষ কলাম”

dynamic-sidebar

মারুফ হোসেনঃ


২০১৫ এর জুনে টাঙ্গাইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. গাজী মো. সাইফুজ্জামান বরিশালের জেলা প্রশাসক হিসাবে নিয়োগ হয়। তখন থেকেই অল্প কয়েকদিনে মানুষের মনজয় করে নেই জননন্দিত এই জেলা প্রশাসক। বিভিন্ন প্রোগ্রাম ও অকল্পনীয় উদ্যোগ সফলতার সাথে সম্পন্ন করে তাক লাগিয়ে দেন বিভিন্ন মহলের মানুষসহ অন্যান্য জেলাপ্রাশাসকদের। এই জেলা প্রশাসক এর বিভিন্ন উন্নয়নমূলক কাজ দেখে  অন্য জেলার প্রশাসকগন উদ্ভূত হয়ে কাজ করছে তাদের জেলায়। জেলা প্রশাসক ড.গাজী মোঃ সাইফুজ্জামান সবচেয়ে বেশি সুুনাম অর্জন করেন তার দক্ষ নেতৃত্বাধীন “বরিশাল সমস্যা ও সম্ভাবনা” নামক ফেইসবুক গ্রুপের মাধ্যমে। বরিশালবাসী নাগরীক দূর্ভোগের কোন চিত্র তুলে ধরে যদি গ্রুপটিতে পোষ্ট দিতো তাহলে সাথে সাথে সেটির জন্য যা করনীয় তার ব্যবস্থা নেওয়া শুরু করে জেলা প্রশাসন। গ্রুপটি শুরুহওয়ার কয়েকদিন পরে মোমোনা সিফা রুমকি নমে একজন পোষ্ট করেন বরিশাল জেলা দখল নিয়ে। পোষ্টের পরপরই শুরু হয় জেল খাল উদ্ধারের কার্যক্রম। এতে অংশ নেয় বরিশালের সকলস্থরের মানুুষ। শুধু জেল খাল উদ্ধারই নয়, বরিশাল জেলাা প্রশাসক গোল্ডকাপ, ঐতিহাসিক বসন্ত উৎসব সহ বরিশালের বেশ কয়েকটি দৃষ্টিনন্দন উৎসবের পিছনে সবচেয়ে বড় অবদান ড.গাজী মোঃ সাইফুজ্জামানের।বরিশাল জেলা উন্নয়নের দিক থেকেও পিছিয়ে নেই তার নেতৃত্বে। গরীব,দুঃখী অসহায় মানুষের হৃদয়েও জায়গা করে নিছেন তিনি। যে ব্যাক্তিটিকে নিয়ে লেখা শুরু করেছি তার গুণগান লিখে শেষ করার মতো না। শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের এই সন্তান সর্বদা কাজ করছেন জাতীর সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধারের নিয়েও। গ্রামের প্রত্যন্ত এলাকায় যেখান কোন গাড়ি ঢোকা জায়না সেখানে পায়ে হেঁটেও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য নিয়ে গেছেন উপহার সামগ্রী। বিশ^ সাহিত্য কেন্দ্র বরিশাল অঞ্চলের সমন্বয়কারী মোঃ বাহাউদ্দিন গোলাপ বলেন,’বরিশালে আশা থেকে শুরু করে জেলা প্রশাসক মহোদয় বরিশালবাসীর জন্য আজ অবদি যা করেছেন সত্যি তা ভাবা অকল্পনিয়। বরিশালবাসীর জন্য তার এই ভালোবাসার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি একজন মিডিয়াবান্ধব জনন্দিত জেলা প্রশাসক।” জনন্দিত এই জেলা প্রশাসক যদি সারা বাংলার প্রতিটি জেলায় কাজ করার সুযোগ পেত তাহলে বাংলাদেশ হয়ে উঠতো সপ্নের বাংলাদেশ। আমি দৈনিক আজকের তালাশের পক্ষ থেকে তার দীর্ঘায়ূ কামনা করছি। লেখকঃ প্রকাশক ও সম্পাদক দৈনিক আজকের তালাশা।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net