বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪২

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
ছাত্রলীগ নেতাকে ইয়াবা দিয়ে ডিবি পুলিশের আটকের ঘটনায় নেতা-কর্মীদের ক্ষোভ

ছাত্রলীগ নেতাকে ইয়াবা দিয়ে ডিবি পুলিশের আটকের ঘটনায় নেতা-কর্মীদের ক্ষোভ

dynamic-sidebar

সারাদেশে সরকারের মাদক বিরোধী অভিযান ও মাদক নির্মূলে প্রকৃত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা থাকলেও বাকেরগঞ্জ উপজেলায় এক ছাত্রলীগ নেতাকে ডিবি পুলিশ ইয়াবা ফাঁসানোর ঘটনায় মাদক বিরোধী অভিযান আবারও প্রশ্নবিদ্ধ! সম্প্রতি দেশের আলোচিত বাকেরগঞ্জ উপজেলার কাঁঠালিয়া গ্রামের মাওলানা কাজী আবু হানিফার মাথায় মল ঢালার মামলা ভিন্নখাতে প্রবাহিত করতে ওই মামলার পলাতক আসামীরা ডিবি পুলিশকে দিয়ে বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক খান আবুল কালামকে ইয়াবা দিয়ে ফাঁিসয়েছে। আগামী ২১রমজান উপজেলা শ্রমিকলীগের ইফতার মাহফিলের দাওয়াত দিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় শ্রমিকলীগ নেতা মোঃ কালাম ডাকুয়া ও উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক খান আবুল কালাম ৩-৪টি মোটর সাইকেল যোগে নেতা-কর্মীদের নিয়ে জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এড. হারুন তালুকদারের সাথে দেখা করার জন্য বাকেরগঞ্জ থেকে বরিশালে যাবার পথে বোয়ারিয়া ব্রিজে ডিবি পুলিশ তাদের পথরোধ করেন। এসময় তারা তাদের পথরোধের বিষয়ে ডিবি পুলিশের নিকট জানতে চাইলে তারা কোন কর্ণপাত না করে বরিশালে নিয়ে যায় এবং কিছুক্ষণ পরে আবার তাদেরকে বাকেরগঞ্জ থানায় নিয়ে আসে। এ দু’নেতাকে ডিবি পুলিশ কর্তৃক আটকের ঘটনা উপজেলায় ছড়িয়ে পরলে তাৎক্ষনিক শ্রমিকলীগ ও ছাত্রলীগের সহস্রাধীক নেতা-কর্মী বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে রাস্তায় গাছ ফেলে ও গাড়ি রেখে সড়ক অবরোধ করে। থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়ার চেষ্টা করলে অবরোধ কারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে দু’নেতাকে মুক্তি দেয়ার শর্তে তারা ঘন্টাব্যাপী অবরোধ তুলে নেয়। কিছুক্ষণ পরে ডিবি পুলিশ শ্রমিকলীগ নেতা মোঃ কালাম ডাকুয়াকে ছেড়ে দিলেও উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক খান আবুল কালামকে ২০ পিস ইয়াবা দিয়ে ডিবির এস আই জহিরুল বাদি হয়ে তার নামে থানায় মামলা দেয়। উপজেলা শ্রমিকলীগ নেতা মোঃ কালাম ডাকুয়া জানান, সম্প্রতি মাওলানা কাজী আবু হানিফার মাথায় মল ঢালা মামলার পলাতক আসামী এনামুলকে ধরতে পুলিশ ছাত্রলীগ নেতা খান আবুল কালামের সহযোগীতায় তার চাচাতো ভাইয়ের বরিশালের বাসায় অভিযান চালায়। তাছাড়া ওই মামলার আসামী এনামুল ও তার চাচাতো ভাই হাফিজুলদের সাথে খান কালামের জমি নিয়েও বিরোধ রয়েছে। এতেই ওই মামলার আসামীরা ক্ষিপ্ত হয়ে মোটা অংকের টাকা দিয়ে ডিবি পুলিশকে ম্যানেজ করে ছাত্রলীগ নেতা খান খালামকে ইয়াবা দিয়ে ফাঁসিয়েছে। সাবেক ছাত্রলীগ নেতা সাইফুর রহমান শাহান বলেন, পুলিশের আইজি জাভেদ পাটোয়ারি স্যারের নির্দেশনা ছিলো কাউকে বিনা দোষে মাদক দিয়ে যাতে না ফাঁসানো হয়। তিনি এ ধরনের কোন ঘটনা বরদাশত করবেন না বলে হুশিয়ারি দেয়া সত্বেও জেলা ডিবির এস আই জহিরুল মাওলানা কাজী আবু হানিফার মাথায় মল ঢালা মামলার পলাতক আসামীদের সাথে আঁতাত করে ছাত্রলীগ নেতা খান খালামকে ইয়াবা দিয়ে ফাঁসিয়েছেন। তিনি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান রিপন বলেন, ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক খান আবুল কালাম দলের ত্যাগী নেতা। দীর্ঘদিন ধরে সুনামের সহিত তিনি রাজনীতি করছেন। মাদকের সাথে তিনি কোন ভাবেই জড়িত নয়। জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষরা ডিবির সহযোগীতায় ইয়াবা দিয়ে তাকে ধরিয়েছে। অবিলম্বে ছাত্রলীগ নেতা খান কালামকে ষড়যন্ত্রমূলক এই মামলা থেকে মুক্তি না দিলে তারা আন্দোলন করবেন বলে হুশিয়ারি দেন। থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদুজ্জামান জানান, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক খান আবুল কালামের নামে থানায় কোন মাদকের মামলা নেই। এমনকি থানা পুলিশের মাদক ব্যবসায়ীদের তালিকায়ও তার নাম নেই। বিনা কারনে ছাত্রলীগ নেতা খান আবুল কালামকে ইয়াবা দিয়ে ডিবি পুলিশের আটকের ঘটনায় উপজেলার ছাত্রলীগ ও শ্রমিকলীগের নেতা-কর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। তাদের এ ক্ষোভ যে কোন সময় বিক্ষোভে রুপ নিতে পারে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net