রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৬

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
বরিশালে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তিনদিনব্যাপী ফটোস্যূট সম্পন্ন

বরিশালে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তিনদিনব্যাপী ফটোস্যূট সম্পন্ন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের তরুণ ফটোগ্রাফারদের ড্রিমি পযেক্ট-১ এর ফটোস্যূট সম্পন্ন হয়েছে। “ছবি তুলবো আমরা, ঈদে নতুন পোশাক পাবে সুবিধাবঞ্চিতরা” এই স্লোগানকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নগরীর প্লানেট পার্কে গত ৩১ মে এবং ১-২ জুন পর্যন্ত এ ছবি তোলার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ব্যতিক্রমধর্মী আয়োজন করেছেন বরিশালের একঝাঁক তরুণ ফটোগ্রাফার এবং মূল পৃষ্ঠেপোষক হিসেবে ছিলেন ড্রিমি মেট্রোমনি নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ও ফটোগ্রাফি গ্রুপ ।

ঈদ-ঊল-ফিতর উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদে নতুন পোশাক দেয়ার আয়োজন করেন তারা। এ উপলক্ষে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে একটি ইভেন্ট খোলা হয়েছে। সেখানে অংশ নিয়েই বরিশালে বিভিন্ন তরুণ-তরুণীরা ছবি তুলতে আসেন এই ইভেন্টে এবং তারা ছবির বিনিময়ে সহযোগীতা করেন পথশিশুদের।

আয়োজ কমিটির সদস্য শাফিউল ইসলাম রাজু প্রিয় টাইমসকে জানায়, “তিন দিনে আমরা ব্যপক সাড়া পেয়েছি। আমরা কারও কাছে হাত পেতে নয়, আমাদের পরিশ্রমের টাকা দিয়ে আমরা ছিন্নমূল শিশুদের পাশে দাঁড়াতে চাই।”

ফটোগ্রাফার এহসানুল ইসলাম, আশিক আফসান নুর, শাফিউল ইসলাম রাজু, মেহিদি হাসান শুভ, তানভির আলম, ফুয়াদ হাসান ইভেন্টির আয়োজক হিসেবে কাজ করছেন।

ইভেন্টির শেষ দিনে উপস্থিত ছিলেন, এশিয়ান টেলিভিশনের বরিশাল ব্যূরো প্রধান ও বাংলাদেশ মডেল ইয়ূথ পার্লামেন্টের চেয়ারপার্সন ফিরোজ মোস্তফা, আনন্দ টেলিভিশনের বরিশাল প্রতিনিধি ও বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি মজিবর রহমান নাহিদ, সাংবাদিক এইচ এম হেলাল সহ আয়োজক কমিটির সদস্যরা।

আয়োজক কমিটির এহসানুল ইসলাম বলেন, “আমরা খুব শিগ্রই আমাদের পরিশ্রমের বিনিময়ে আমরা যে টাকা পেয়েছি সেটি দিয়ে সুবিধাবঞ্চিতদের মাঝে পোষাক বিতরন করবো ইনশআল্লাহ।”

বরিশালের বাহিরে থেকে যারা সাহায্য পাঁঠাতে পারেন আপনিও –
বিকাশঃ +880 1832731037 (পাসোনাল) – রাজু
ডাচ্ বাংলা ব্যাংক +880 19148387643 (পাসোনাল) – মঈন

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net