মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৪:০৯

শিরোনাম :
প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল
বরিশাল সিটিতে জাপা মেয়র প্রার্থীসহ দু’জনের প্রার্থীতা বাতিল

বরিশাল সিটিতে জাপা মেয়র প্রার্থীসহ দু’জনের প্রার্থীতা বাতিল

dynamic-sidebar

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ১ম দিনে মেয়র পদে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটানিং কর্মকর্তা।

রোববার (০১ জুলাই) বেলা সোয়া ১টায় বিষয়টি নিশ্চিত করেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান।

তিনি জানান- জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপসের বিরুদ্ধে সোনালী ব্যাংকের ঢাকা রমনা শাখায় ঋণ খেলাপির দায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টে ঋণ খেলাপির কথা বলা হয়েছে। তাই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করা জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী বশির আহম্মেদ ঝুনুর মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।

ঝুনু তার তিনশ ভোটার সমর্থকের তালিকা নির্বাচন অফিসে জমা দেন। আমরা ওই তিনশজনের মধ্যে ৫ জনের সঙ্গে কথা বলেছি। এদের মধ্যে একজন নিরক্ষর। তবুও তার দেয়া স্বাক্ষর সংবলিত কপি সমর্থক ভোটার হিসেবে নির্বাচন অফিসে জমা দেয়া হয়েছে।

মোট ৫জনের মধ্যে একজনকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই কারণে বশির আহম্মেদ ঝুনুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বরিশাল সিটি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই পর্বের প্রথম দিনে ৮ মেয়র প্রার্থীর মধ্যে ৬ জনকে যোগ্য বলে ঘোষণা করা হয়েছে।এছাড়াও রবিবার ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিল ও ১ থেকে ৫ নং সংরক্ষিত ওয়ার্ড এবং সোমবার ১৬ থেকে ৩০ নম্বর সাধারণ ওয়ার্ড ও ৬ থেকে ১০ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন বাছাই করা হবে।

বাছাইতে বৈধ ও অবৈধ প্রার্থীদের বিরুদ্ধে কিংবা পক্ষে ৪ জুলাই পর্যন্ত বিভাগীয় কমিশনারের কাছে আপিল করা যাবে।

এর পরবর্তী তিন কার্যদিবসের মধে আপিল নিস্পত্তি করবেন বিভাগীয় কমিশনার।

৯ জুলাই বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা স্বশরীরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন। ওইদিন বিকালে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের তালিকা করবেন রিটার্নিং কর্মকর্তা।

বরিশালের সিনিয়র সহকারী রিটার্নিং কর্মকর্তা হেলাল উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net