শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৯:২২

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ

১৩ মামলার আসামী বিএনপির মেয়র প্রার্থী সরওয়ার

dynamic-sidebar

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ৮ জন মেয়র প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হলে আপীলের মাধ্যমে জাতীয় পার্টির দলীয় প্রার্থী ইকবাল হোসেন (তাপস) তার প্রার্থীতা ফিরে পেয়েছেন। এখন পর্যন্ত ৭ জন মেয়রপ্রার্থীর তালিকা চুরান্ত রেখেছে নির্বাচন কমিশন।এদিকে বরিশাল সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্রের সাথে প্রার্থীরা জমা দিয়েছেন হলফনামা। আর সে হলফনামায় মেয়র প্রার্থীদের উল্লেখ করা তথ্যানুযায়ী ৬ জন মেয়র প্রার্থীর মধ্যে বছরে সবেচেয়ে বেশি আয় করেন বিএনপির প্রার্থী মোঃ মজিবর রহমান সরওয়ার।পাশাপাশি তিনি সকল প্রার্থীর থেকে সম্পদশালীও। সবার থেকে একটু আলাদা হিসেবে থাকা শুধু এই প্রার্থীর রয়েছে পয়েন্ট ৩২ বোরের ১টি রিভলভার, ৭ এমএম রাইফেল ১টি এবং পয়েন্ট ২২ বোরের ১ টি রাইফেলসহ তিনটি আগেয়াস্ত্রও । যদিও ৬ মেয়র প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত ওবাইদুর রহমান (মাহবুব) এর ১ টি বন্ধুক থাকার কথা উল্লেখ করেছেন হলফনামায়।বরিশাল সিটি কর্পোরেশন প্রথম পরিষদের নির্বাচিত সাবেক মেয়র, বরিশাল সদর আসনের ৪ বারের সাবেক এমপি ও সাবেক চিফ হুইপ মোঃ মজিবর রহমান সরওয়ার বর্তমানে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। হলফনামার তথ্যানুযায়ী এলএলবি পাশ সরওয়ারের বিরুদ্ধে বিভিন্ন সময় দায়ের হওয়া হত্যা, নাশকতা, দুর্নীতি, আয়কর ফাঁকিসহ ১৮টি মামলার মধ্যে ৫টি নিস্পতি হয়ে গেছে। যেগুলো থেকে তিনি অব্যাহতিই পেয়েছেন। তবে এখনও ১৩টি মামলায় আসামী রয়েছেন তিনি। আর এর প্রত্যেকটি মামলাই আদালতে বিচারাধীন রয়েছে বলে হলফনামায় উল্লেখ করেছেন তিনি। মামলাগুলোর মধ্যে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, আয়কর অধ্যাদেশ, দুর্নিতী দমন আইন, অস্ত্র আইন, পাসপোর্ট আইন, সরকারি কাজে বাধা, হত্যাসহ বিভিন্ন ধারা রয়েছে। আর এসব মামলার মধ্যে ৭ টি বরিশালে ও ৬ টি ঢাকার বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। যদিও ৬ জন প্রার্থীর মধ্যে সর্বোকনিষ্ঠ জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীর বিরুদ্ধেও বিশেষ ক্ষমতা আইনের একটিসহ দুটি মামলা আদালতে বিচারধীন রয়েছে। যার একটি মামলা বরিশালে অপরটি ময়মনসিংহে।এছাড়াও জাতীয় পার্টির দলীয় প্রার্থী ইকবাল হোসেন (তাপস) এর বিরুদ্ধে প্রতারণার ধারা সংবলিত দুটি মামলা রয়েছে। যদিও মামলা দুটির ওপরে সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশন কর্তৃত স্থগিতাদেশ রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net