শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৫

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
বিত্তশালী জাপার মেয়র প্রার্থী তাপসের মনোনয়ন বৈধ ঘোষনা

বিত্তশালী জাপার মেয়র প্রার্থী তাপসের মনোনয়ন বৈধ ঘোষনা

dynamic-sidebar

জাতীয় পার্টির দলীয় প্রার্থী ইকবাল হোসেন (তাপসের) মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে।বরিশাল সিটি কর্পোরেশনের আপীল কর্তৃপক্ষের কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার শুনানী শেষে বৃহষ্পতিবার দুপুরে এর রায় প্রদান করেন। এরআগে মেয়র প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাচাইয়ের সময়ে ঋনখেলাপীর দায়ে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী ইকবাল হোসেন তাপসের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেন রির্টানিং অফিসার। বরিশাল সিটি করপোরেশনের আপীল কৃতপক্ষের কর্মকর্তা বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান বলেন, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ইকবাল হোসেন সোনালী ব্যাংকের ঋনখেলাপী ছিলেন। আপীলে শুনানীর দিন ব্যাংকের প্রতিনিধিরা আপীল বোর্ডে ইকবাল হোসন ঋন খেলাপী নয় বলে জানিয়েছেন। পাশাপাশি এর স্বপক্ষে কাগজপত্র জমা দিয়েছেন। তাই তাপাসের মনোনয়পত্র বৈধ্য ঘোষনা করা হয়েছে।সিটি নির্বাচনের রির্টানিং অফিসার মোঃ ‍মুজিবুর রহমান বলেনে, জাতিয় পার্টির মেয়র প্রার্থীর বাতিল হওয়া মনোনয়ন পত্র আপীল কতৃপক্ষ বৈধ ঘোষনা করেছেন। এখন তার নির্বাচনে প্রতিদন্ধিতা করতে বাধা থাকবে না।প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেন, অপীর কতৃপক্ষ আমার মনোনয়নের বৈধতা দিয়েছেন। তাই নির্বাচনে অংশগ্রহনে এখন আর কোন বাধা নেই। দলীয় নেতা-কর্মী ও নগরবাসীকে সাথে রেখে নির্বাচনী পরবর্তী কার্যক্রম নিয়মানুযায়ী পুরোদমে পরিচালনা করা হবে। ৮ মেয়র প্রার্থীর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বিত্তশালী জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস। শিক্ষাগত যোগ্যতা বিএসসি পাশ এই নেতার আয়ের উৎস ব্যবসা।হলফনামার তথ্যানুযায়ী তিনি ৪ টি প্রতিষ্ঠানের পরিচালক। যারমধ্যে ইওকোহমা লেবেলস্ এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড এর নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক, সাউথ এ্যাপোলা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালনক, সাউথ এ্যাপোলা ডায়াগনষ্টিক কমপ্লেক্সে প্রাইভেট লিমিটেড ও সাউথ এ্যাপোলা প্রোপারটিজ কমপ্লেক্সে প্রাইভেট লিমিটেডের পরিচালক।ইকবাস হোসেন তার হলফনামায় সর্বোশেষ দাখিলী আয়কর রিটার্ন অনুযায়ী বার্ষিক আয় দেখিয়েছেন ৫৪ লাখ ৮৮ হাজার ৪৮৫ টাকা। যারমধ্যে ব্যবসা থেকে আসে ১ লাখ ২০ হাজার টাকা, সন্মানী ভাতা ৫৩ লাখ ৬৪ হাজার ৭০৯ টাকা, সঞ্চয়ী আমানতের সুদ ৩ হাজার ৭৭৬ টাকা। অস্থাবর সম্পদরে মধ্যে তিনি নগদ ৯৩ লাখ ৪৯ হাজার ৭৯৬ টাকার কথা উল্লেখ করেছেন। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমান ২০ লাখ ৪ হাজার ১০২ টাকা এবং বিভিন্ন ব্যবসায় বিভিন্ন কোম্পানীতে বিনিয়োগের শেয়ারের মূল্য দেখিয়েছেন ৪৩ লাখ ৩৪ হাজার টাকা।প্রতারণার ধারা সংবলিত দুটি মামলা সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশন কর্তৃত স্থগিতাদেশ থাকা ২টি মামলার আসামী ইকবাল হোসেনের গাড়ি রয়েছে ১টি। হলফনামায় দেয়া তথ্যানুযায়ী তার মূল্য ১৯ লাখ ৯৯ হাজার ২৬৭ টাকা। এছাড়া তার রয়েছে অজ্ঞাত উপহার হিসেবে দেখানো ৬০ তোলা স্বর্ন ছাড়াও তার রয়েছে ৫১ হাজার ৫৬৫ টাকার আসবাবপত্র।স্থাবর সম্পদের মধ্যে তার যৌথ মালিকানায় ২ দশমিক ২৭৫ একর কৃষি জমি রয়েছে যেখান থেকে তিনি দশমিক ৪৪২৪ একর সম্পত্তির মালিক । এছাড়া যৌথ মালিকানায় তার দশমিক ০৫০৪ একর (৫ শতাংশের বেশি) জায়গার ওপর ৫ তলা একটি ভবন রয়েছে।কার ও গৃহ সংস্কার লোন বাবদ ঢাকার মোহাম্মদপুরের পূবালী ব্যাংক ও নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জের প্রাইম ব্যাকের শাখায় মোট ২৫ লাখ ১০ হাজার ২৩৩ টাকার ঋন রয়েছে ইকবাল হোসেনর। এদিকে জাতীয় পার্টির বিদ্রোহী ক্ষ্যাত সতন্ত্র মেয়র প্রার্থী বশীর আহমেদ ঝুনুর আপিল শুনানির ফলাফল বিকেলে জানাযাবে। পাশাপাশি দুই কাউন্সিলর প্রার্থীর শুনানী শনিবার হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net