শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৪:২৩

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
শতভাগ সুষ্ঠ হবে বরিশাল সিটি নির্বাচন: জাপা মেয়রপ্রার্থী তাপস

শতভাগ সুষ্ঠ হবে বরিশাল সিটি নির্বাচন: জাপা মেয়রপ্রার্থী তাপস

dynamic-sidebar

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন জার্তীয় পার্টির (এরশাদ) মনোনীত মেয়রপ্রার্থী ইকবাল হোসেন তাপস। তিনি বলেছেন, ‘সরকারকে সহযোগিতা করতে নয়, প্রতিদ্বন্দ্বিতা করতেই নির্বাচনে অংশ নিচ্ছি আমি। এ নির্বাচনে সরকার খুলনা-গাজীপুরের ভূমিকায় যাবে না বলেই আমি আশা করছি। আমার বিশ্বাস, বরিশাল সিটি নির্বাচন সুষ্ঠু হবে।’

শুক্রবার (৬ জুলাই) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

ইকবাল হোসেন তাপস বলেন, ‘জাপাসহ আওয়ামী লীগ ও বিএনপির মতো দল বরিশাল সিটি নির্বাচনে অংশগ্রহণ করছে। এখানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হওয়াটাই আওয়ামী লীগের বড় জয়। আশা করি, প্রধানমন্ত্রী এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার সব পদক্ষেপ নেবেন।’

তিনি আরও বলেন, ‘আমাকে বরিশালবাসী মেয়র নির্বাচিত করলে আমি নগর-পিতা নয়, নগর-সেবক হবো; বরিশাল শহরকে নান্দনিক রূপ দেওয়ার জন্য কাজ করবো।’

তাপস বলেন, ‘এবারের নির্বাচনে নতুন ভোটার রয়েছেন অনেক, আছেন অনেক যুবক ভোটারও। এসব ভোটাররা বরিশালের উন্নয়নে সহায়তা করবেন। এর আগে কে কী করেছে; বরিশালের কী উন্নয়ন হয়েছে তা নগরবাসী দেখেছেন। নগরবাসীর কাছে আমার দাবি, পুরাতনদের তো দেখেছেন, নতুন হিসেবে এবার আমাকে সুযোগ দেন।’

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিআরইউ সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার, সাবেক সভাপতি আনিসুর রহমান স্বপন, সাংবাদিক সুশান্ত ঘোষসহ জাতীয় এবং স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

জাপা মেয়রপ্রার্থী ইকবাল হোসেন তাপসের সঙ্গে আরও উপস্থিত ছিলেন– সিটি নির্বাচনের জাতীয় পাটির সমন্বয়ক ও জাতীয় পার্টির জেলা সভাপতি অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল, জেলা ও মহানগর নেতা নজরুল ইসলাম, ফোরকান তালুকদার, হারুন আর রসিদ, নজরুল ইসলাম হেমায়েত, জাহাঙ্গীর হোসেন ফকির, সফিউল্লাহ দিপু প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net