রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১১:০৫

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
বরিশালে সতর্ক অবস্থানে আ’লীগ-বিএনপি, নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ

বরিশালে সতর্ক অবস্থানে আ’লীগ-বিএনপি, নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ

dynamic-sidebar

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বরিশালে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। শহরজুড়ে অতিরিক্ত আড়াইশ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া র‌্যাবের টহলও জোরদার করা হয়েছে। শহরের সদর রোডে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এদিকে রায়কে ঘিরে আওয়ামী লীগ ও বিএনপি সতর্ক অবস্থান গ্রহণ করেছে।

মহানগর ও জেলার প্রত্যেকটি থানা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ মোড়ে ও স্থাপনায় সর্তক অবস্থান গ্রহণ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও।

বুধবার সকাল থেকে রায় ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে শহরজুড়ে। অপ্রীতিকর যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে আওয়ামী লীগ ও বিএনপি অফিসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, রায় কেন্দ্র করে বিএনপি-জামায়াত নাশকতা করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি-জামায়াতের এই নাশকতাকে প্রতিহত করবে আওয়ামী লীগ।

তিনি জানান- মহানগরীর প্রত্যেক ওয়ার্ডের মোড়ে মোড়ে, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ নিজ নিজ ওয়ার্ড ও ইউনিয়নে আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের নেতাকর্মীকে অবস্থান করতে বলা হয়েছে।

অপরদিকে বিএনপির বরিশাল মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার বলেন, রায় দেখেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এজন্য প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে।

তবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও সহকারি কমিশনার নাসির উদ্দিন মল্লিক বরিশালটাইমসকে বলেন, রায়কে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় মেট্রোপলিটন পুলিশের প্রস্তুতি রয়েছে। নগরীর চেকপোস্টগুলোতে তল্লাশি করা হচ্ছে। কেউ যদি নাশকতার চেষ্টা করে তাদের কঠোর হাতে দমন করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।’

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net