শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫১

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
ঝালকাঠিতে কর্মকর্তার অবহেলায় পরীক্ষা থেকে বঞ্চিত ৭ শিক্ষার্থী

ঝালকাঠিতে কর্মকর্তার অবহেলায় পরীক্ষা থেকে বঞ্চিত ৭ শিক্ষার্থী

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির রাজাপুরে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামের অবহেলায় পূর্ব ছোট কৈবর্তখালী ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ৭ শিক্ষার্থী চলমান ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হয়েছে। এতে এসব শিক্ষার্থীরা শিক্ষা জীবন নিয়ে চরম হতাশায় রয়েছে। মঙ্গলবার অভিভাবকরা অভিযোগ করে বলেন, গত ১৮ নভেম্বর সারাদেশে একযোগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য চলতি বছরের মে-জুন মাসের মাঝামাঝি সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারীদের তালিকা জমা দেন মাদ্রাসার সুপার মো. হাসান মাহমুদ।

অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় এ প্রতিষ্ঠানটিও তাদের শিক্ষার্থীদের তালিকা ওই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা কর্মকর্তার কাছে জমা দেওয়াসহ সর্বশেষ পরীক্ষার ফি ৬০ টাকা হারে জনপ্রতি জমা দিলে শিক্ষা অফিস গ্রহণ করেন। প্রতিষ্ঠান প্রধান নিয়ম অনুযায়ী পরীক্ষাপূর্বক শিক্ষার্থীদের উপজেলা শিক্ষা অফিস থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে আসলে অভিযুক্ত সহকারী শিক্ষা কর্মকর্তা ব্যস্ততা দেখিয়ে বার বার পরে আসতে বলেন। সর্বশেষ পরীক্ষার আগের দিন শনিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় প্রতিষ্ঠান প্রধানকে জানিয়ে দেয় ওই ৭ শিক্ষার্থী অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি। যার ফলে এ বছর তারা আগামীকালের ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

অভিভাবক জোসনা আক্তার জানান, শিক্ষা কর্মকর্তার দায়িত্বের অবহেলার কারণে এই ৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। সেখানে আমার মেয়ে শিমাও রয়েছে।
এ ব্যাপারে পূর্ব ছোট কৈবর্তখালী ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সুপার মো. হাসান মাহমুদ জানান, উপজেলা শিক্ষা অফিসের অবহেলার কারণে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় এখন অভিভাবকদের চাপে রয়েছি।

এ ব্যাপারে অভিযুক্ত উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামের কাছে জানতে তার ব্যবহৃত মুঠোফোনে তাকে পাওয়া যায়নি।তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খান মোহাম্মদ আলমগীর জানান, এ ব্যাপারে সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামের কোন অবহেলা প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল জানান, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net