শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৮

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
দন্ডপ্রাপ্ত আসামীকে প্রশাসন নির্বাচন করার সুযোগ করে দিয়েছে: মেজবা উদ্দিন ফরহাদ

দন্ডপ্রাপ্ত আসামীকে প্রশাসন নির্বাচন করার সুযোগ করে দিয়েছে: মেজবা উদ্দিন ফরহাদ

dynamic-sidebar

শামীম আহমেদ॥ বরিশাল জেলার বরিশাল (৪) আসনের বিএনপি সহ বিশদলীয় জোট তথা জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষের মনোনিত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বরিশাল উত্তর জেলা সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ বলেছেন, আসন্ন জাতীয় একাদশ নির্বাচনে দশম জাতীয় সংসদ নির্বাচনে মেহেন্দিগঞ্জ-হিজলার ভোটার বিহীন সংসদ পঙ্কজ দেব নাথ একজন দন্ডপ্রাপ্ত আসামী সে তার হলফনামায় তথ্য গোপন ও আদালত কর্তৃক দুদকের মামলায় স্বামী-স্ত্রী সহ দন্ডপ্রাপ্ত হয়েছিলেন তা গোপন করে মনোনয়ন দাখিল করে কি করে বৈধতা পায় তানিয়ে আজ প্রশ্ন উঠেছে।
দন্ডপ্রাপ্ত পঙ্কজ দেব নাথকে প্রশাসন সব কিছু জেনে শুনে এবং লিখিত অভিযোগ দেয়ার পরও এখন পর্যন্ত জেলা রিটানিং অফিসার (জেলা প্রশাসক) এস,এম, অজিউর রহমান কোন ব্যবস্থ গ্রহন করেনি বরং আপত্তি দেয়ার পরও দন্ডপ্রাপ্ত আসামী পঙ্কজ দেব নাথকে বৈধতা দিয়ে প্রশ্নবিদ্ধতা সৃষ্টি করেছে। আমরা এব্যাপারে নির্বাচন কমিশন বরাবর আপত্তি দাখিল করবো সেখানে পঙ্কজের মনোনয়ন বাতিল করা না হলে উচ্চ আদালতে যাব।

মঙ্গলবার (৪ই ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর কালিবাড়ি রোডস্থ ধানের শীষ প্রার্থী সাবেক সংসদ মেজবা উদ্দিন ফরহাদের বাস ভবন চত্বরে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল,কৃষকদল ও মহিলাদলের ওয়ার্ড নেতা কর্মীদের সাথে প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি একথা বলেন।

মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সাবেক পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম লাবুর সভাপতিত্বে প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় আরো দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন,মেহেন্দিগঞ্জ পৌর বিএনপি সভাপতি জিয়া উদ্দিন সুজন,বরিশাল উত্তর জেলা যুবদল সভাপতি সালাউদ্দিন পিপলু,উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন কবু,উপজেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহমুদ খান,চরগোপালপুর ইউনিয়ন বিএনপি সভাপতি হুমাউন কবীর টিপু,সাধারন সম্পাদক সামসু হাওলাদার,জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহাবুদ্দিন আজাদ, সম্পাদক জমসেদ নওয়াজ,সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন মল্লিক,আলিমাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি আঃ খালেক মৃধা,সম্পাদক মাহবুব, শ্রিপুর ইউনিয়ন বিএনপি সভাপতি কাজী শাখাওয়াত হোসেন রুবেল, সম্পাদক নয়ন জমাদ্দার প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় মেজবা উদ্দিন ফরহাদ আরো বলেন, আগামী একাদশ জাতীয় নির্বাচন হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী ও গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মুক্তি,গনতন্ত্র উদ্ধার ও দেশে আইনের শাষন ব্যবস্থা কায়েম করার লক্ষেই আন্দোলনের অংশ হিসাবে আজ ঐক্যফ্রন্ট নির্বাচনের ভোট যুদ্ধে অংশ গ্রহন করেছি। আপনারা ৩০ই ডিসেম্বর সকলেই একযোগে শান্তি পূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন এবং ভোটারদের ভোট প্রদান করার কাজে সহযোগীতা করবেন।

তিনি বলেন, এবার আর কারো হুমকিতে ভয় পেয়ে পিছু হটার সময় নেই আমরা প্রশাসনকে বলব সকল ভোটার নির্বিঘ্নে যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যাপারে তারা যেন সাধারন মানুষকে সহযোগীতা করার আহবান জানান।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net