সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১০:৪১

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
মনোনয়ন বাণিজ্যে রেকর্ড করেছে বিএনপি : কাদের

মনোনয়ন বাণিজ্যে রেকর্ড করেছে বিএনপি : কাদের

dynamic-sidebar

বিএনপির শীর্ষ নেতারা মনোনয়ন বাণিজ্য করে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছেন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, এক আসনে একাধিক ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে বিএনপি এবার মনোনয়ন বাণিজ্যে রেকর্ড করেছে।
তিনি বলেন, ‘আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি বিএনপি এবার মনোনয়ন বাণিজ্যের রেকর্ড করেছে। ঋণখেলাপি দণ্ডিত এসব লোকদের বিএনপি মনোনয়ন দিয়েছে। ১৪১ জন বাদ যাওয়ার পরেও ৫৫৫ জনের প্রার্থিতা রয়েছে। আর আমাদের রয়েছে ২৮৭ জনের। এটা কি মনোনয়ন বাণিজ্য নয়? বিএনপি’র কোনো কোনো শীর্ষ নেতারা ঢাকা থেকে পালিয়ে গেছেন, এমন খবরও আছে।’
যারা বিএনপির মনোনয়ন চেয়ে নেতাদের টাকা দিয়েছিলেন তারা এখন ওই সকল নেতাদের বাড়িতে বাড়িতে যাচ্ছে দাবি করে সেতুমন্ত্রী বলেন,‘যারা টাকা দিয়েছেন তারা শীর্ষ নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে ধরনা দিচ্ছেন। আর এই শীর্ষ নেতারা এলাকায় গিয়ে বসে আছেন। ১০ তারিখের আগে ক্যাম্পেইন করা যাবে না। তার পরেও তারা এলাকায় গিয়ে এগুলা করছেন। প্রতিনিয়ত নির্বাচনী আইন ভাঙছেন। মনোনয়ন বাণিজ্যের টাকা নিয়ে পালিয়ে গেছে এমন খবরও তো আমরা পাচ্ছি।’
বিশ্ব ইজতেমার মাঠে দুই গ্রুপের সংঘর্ষ এবং হতাহতের ঘটনায় বিএনপি জামায়াত সুযোগ নিতে পারে কি না এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেশে একটা অশান্তি, অস্থিরতা সৃষ্টি করতে চায় জামায়াত-বিএনপি। কারণ তারা জেনে গেছে বুঝে গেছে আগামী নির্বাচনে তাদের জয়লাভের কোনো সম্ভাবনা নেই। তারা নির্বাচন বানচালের জন্য দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। নির্বাচনী পরিবেশটাকে তারা বিঘ্নিত করতে চাইছে।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘তারা যেহেতু গত ১০ বছরে আন্দোলন করতে পারেনি, অন্যদের ইস্যুতে নাক ঢুকিয়ে; নাক গলিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে কিনা সেই চেষ্টায় তারা আছে।’

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net