শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ২:৪২

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ

বরিশাল মহানগর জামায়াতের আমীরসহ ১৫ নেতাকর্মী আটক

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলা ও মহানগর বিএনপি-জামায়াতের ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব নেতাকর্মীকে আটক করা হয়।আটককৃত নেতাকর্মীরা হলেন, বরিশাল পূর্ব জেলা জামায়াতের নেতা সাইফুর রহমান, কর্মী শাহ আলম জমাদ্দার, হুমায়ুন কবির, মাহবুবুর রহমান, ফিরোজ আলম ও মোঃ মোজাম্মেল হক। তাদেরকে নগরীর সিএন্ডবি রোড এলাকা থেকে আটক করা হয়।অপরদিকে বরিশাল নগরীর বিমানবন্দর ও বন্দর থানা থেকে আরো ৩ জন জামায়াত কর্মীকে আটক করে পুলিশ। তারা হলেন মোঃ ফিরোজ, মোঃ রাকিব হোসেন ও মাওলানা ইমাম হাসান।তাছাড়া আটককৃত বিএনপি নেতাকর্মীরা হলেন সেকেন্দার মামুন, মোঃ মন্টু ও মশিউর রহমান রিয়াজ,২৯নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রেদোয়ান খান, বিএনপি কর্মী হুমায়ুন কবির সেলিম ও রাসেলসহ আরো ২জন।

তাদেরকে ধানের শীষের পোস্টার লাগানোর সময় আটক করে পুলিশ।এছাড়াও বরিশাল মহানগর জামায়াতের আমীর ও বরিশাল ২০দলীয় জোটের সদস্য সচিব অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলালের বাসায় সোমবার গভীর রাতে অভিযান চালায় পুলিশ।এদিকে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের আটক ও মহানগর জামায়াত আমীরের বাসায় পুলিশি অভিযানের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও বরিশাল সদর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার।তিনি বলেন, ২০দলীয় জোটের নেতাকর্মীদের মনে ভীতি সঞ্চার করতেই তাদের গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, সিইসি বলেছেন- তফসিলের পর কাউকে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা হবে না। কিন্তু বরিশালে আটক জামায়াতের এসব নেতাকর্মীদের কারো নামেই কোনো ওয়ারেন্ট নেই। বরিশালের এই ঘটনার মাধ্যমে আবারো প্রমাণিত হলো- পুলিশের কাছে সিইসির কথার কোনো মূল্য নেই।

মূলত পুলিশ এখনো চলছে আওয়ামী লীগের কথা মতো। তিনি অবিলম্বে আটক জামায়াত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।বরিশাল জেলা ও মহানগর জামায়াতের নেতাকর্মীদের আটকের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বরিশাল মহানগর জামায়াতের আমীর অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, সেক্রেটারি জহির উদ্দিন মুহাম্মদ বাবর, পূর্ব জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল জব্বার, সেক্রেটারি অধ্যাপক মাহফুজুর রহমানসহ জামায়াত নেতৃবৃন্দ।বিবৃতিতে তারা বলেন, কোনো প্রকার ওয়ারেন্ট ছাড়া জামায়াত নেতাকর্মীদের গ্রেফতারের মাধ্যমে প্রমাণিত হলো নির্বাচনে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সিইসি তার কথা রাখতে পারেননি। অবিলম্বে আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তারা।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net