বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১১:৪৮

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ

বরিশালে সাইফুরস সহ ৫ কোচিং সেন্টারে জরিমানা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ কোচিং সেন্টার বন্ধে আকস্মিক ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে নগরীর বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ৫টি কোচিং সেন্টারকে নগদ অর্থ জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার (৩১ জানুয়ারী) দুপুরে পরিচালিত অভিযানে পুলিশ সদস্যরা সহায়তা করেন।
আসন্ন এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সব ধরণের কোচিং সেন্টার বন্ধে সরকারী নির্দেশনা থাকলেও বরিশালে কিছু অসাধু কোচিং সেন্টার তাদের নিয়মিত কোচিং বহাল রাখেন। ফলে নগরীর বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে আকস্মিক অভিযান চালায় বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। নগরীর গোড়াচাঁদ রোড, বিএম কলেজ রোড, বৈদ্য পাড়া এলাকাসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

অভিযানে বেশিরভাগ কোচিং সেন্টারকে তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেলেও ৫টি কোচিং সেন্টারে কোচিং কার্যক্রম চালু রয়েছে বলে ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রমানিত হয়। কয়েকটি কোচিং সেন্টার বাইরে থেকে তালাবদ্ধ রেখে ভিতরে পাঠদান কার্যক্রম চালালেও ভ্রাম্যমান আদালত কৌশলে তা ধরে ফেলেন। পরে গোড়াচাঁদ দাস রোড এলাকায় ইডেন গার্লস একাডেমীর মোঃ তানজিল খান, বিএম কলেজ রোড এলাকার সাইফুরস কোচিং এর হারুন অর রশিদ, বৈদ্যপাড়া এলাকার নলেজ একাডেমীর মাহফুজুর রহমান, অনির্বান কোচিং এর অঞ্জন বনিক, বিসিএস একাডেমীর মোঃ মিন্টু এর প্রত্যেককে সরকারি নির্দেশ অমান্য করার দায়ে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক ১ হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া কয়েকটি কোচিং সেন্টার এর অফিস খোলা অবস্থায় দেখলে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট বন্ধ করে দেন। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চোধুরী। এসময় আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্যরা।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net