রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪৮

শিরোনাম :
প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল
দুর্নীতি অর্ধেক বন্ধ করলে গ্যাসের মূল্যবৃদ্ধি করতে হবে না : চরমোনাই পীর

দুর্নীতি অর্ধেক বন্ধ করলে গ্যাসের মূল্যবৃদ্ধি করতে হবে না : চরমোনাই পীর

dynamic-sidebar

পেট্রোবাংলা ও তিতাসের দুর্নীতি অর্ধেক বন্ধ করতে পারলে গ্যাসের মূল্যবৃদ্ধি করতে হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, সরকার দুর্নীতি ও সিস্টেম লস বন্ধ না করে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব করেছে, যা দুর্নীতিকে আশ্রয় ও প্রশ্রয় দেয়ার শামিল। পীর সাহেব বলেন, আমরা অনেক আগ থেকে বলে আসছি, সিস্টেম লস ও দুর্নীতি বন্ধ করুন, তাহলে গ্যাসের মূল্য বৃদ্ধি করতে হবে না। পেট্রোবাংলা ও তিতাসের দুর্নীতি বন্ধ না করে তার দায় জনগণের ওপর চাপিয়ে দেয়া চরম অমানবিক।
তিনি বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির মাধ্যমে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের নাভিশ্বাস উঠবে। এর প্রভাব সর্বত্র পড়বে। গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে প্রায় সকল রাজনৈতিক দল ও সংগঠন প্রতিবাদ জানিয়েছে। জনগণের মতামতের প্রতি কোন প্রকার তোয়াক্কা না করে মূল্যবৃদ্ধির চক্রান্ত করা হলে তা সরকারের জন্য সুখকর হবে না।

পীর চরমোনাই বলেন, এতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরো বেড়ে জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে। ফলে এর প্রভাব সাধারণ মানুষের ওপর পড়বে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net