সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪১

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা থেকে যেন কোনো শিক্ষার্থী বঞ্চিত না হয় সে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নান।

তিনি আসন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার শিডিউলে যাতে কোনো গরমিল না হয় সে লক্ষ্যে উপাচার্যদের পরীক্ষার সময়সূচি সমন্বয় করার আহ্বান জানান।

বৃহস্পতিবার ইউজিসি অডিটোরিয়ামে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে উপাচার্যগণ নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এসব সমস্যা সমাধানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহযোগিতা কামনা করেন। উপাচার্যগণ ইউজিসির কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান যাতে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আকৃষ্ট হয়। এতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার উৎকর্ষ সাধিত হবে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের বিশ্ববিদ্যালয়সমূহের উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য ইউজিসি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে। দেশ ও জাতির কল্যাণে নতুন জ্ঞান সৃজন ও তা বিতরণের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আরো বেশি গবেষণায় মনোনিবেশ করার জন্য আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার ও ইউজিসির বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করার জন্যও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদৎবরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net