শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১২:০৯

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
বরিশালে সাংবাদিক এস এন পলাশকে হত্যার হুমকি, থানায় অভিযোগ দায়ের

বরিশালে সাংবাদিক এস এন পলাশকে হত্যার হুমকি, থানায় অভিযোগ দায়ের

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের স্থানীয় দৈনিক দেশজনপদ পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক এস.এন পলাশকে হত্যার হুমকি দেয়ায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।অভিযোগ সূত্রে জানা গেছে- সামাজিক যোগাযোগ গণমাধ্যম সোস্যাল মিডিয়া ফেসবুকের ম্যাসেঞ্জারে (শান্তি শপথে বলিয়ান) নামক আইডি থেকে সাংবাদিক এস এন পলাশের ম্যাসেঞ্জারে চলতি বছরের ২২ মার্চ থেকে গতকাল পর্যন্ত নানান ভয়ভীতি দেখায়।

এবং ফোন কল করে তাকে যেখানে পাবে সেখানেই তাকে হত্যা করার হুমকি প্রদান করে।এছাড়াও তার পরিবারের আত্মীয় স্বজনদের নিয়েও অকথ্য ভাষায় গালিগালাজ করে। মৃত গৌরাঙ্গ দাসের ছেলে বরিশাল নগরীর ২০ নম্বর ওয়ার্ডের কলেজ এভিনিউর বাসিন্দা। এবং বরিশালের স্থানীয় দৈনিক দেশ জনপদ পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক এস এন পলাশ ফেসবুকের ম্যাসেঞ্জারে নানান হুমকি ধামকির স্কিনসর্ট প্রদর্শন করে আজ বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর থানায় হাজির হয়ে বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের কাটাদিয়া গ্রামের বাসিন্দা হুমকি প্রদান করা ফেসবুক আইডি নাম শান্তি সপথে বলিয়ান আইডির মালিক মিজানসহ অজ্ঞাত কয়েক জন লোক উল্লেখ করে আজ দুপুর সোয়া ১২ টায় তার এবং তার পরিবারের জীবনের নিরাপত্তার জন্য লিখিত অভিযোগ দায়ের করেন।

সম্প্রতি সাংবাদিক এস এন পলাশের পৈতৃক ভিটার ২৬ শতাংশ জমি রাজেক হাওলাদার ও একটি প্রভাবশালী চক্র জবরদখল করে নেয়ায় পায়তারা চালায়। এর প্রেক্ষিতে আদালতে মামলা দায়ের করা হলে আদালত ১৪৪/৪৫ ধারা জারি করে ওই জমির ওপর।এ বিষয়ে ওই চক্রটি সাংবাদিক এস এন পলাশকে হত্যা করার পরিকল্পনায় এ ধরনের ভয়ভীতি প্রদান করাসহ হত্যা হুমকির ঘটনা ঘটার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ প্রক্রিয়ার অপরাধীদের চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ কর্মকর্তারা জানায়।’

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net