বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪৩

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
দর্শককে কাঁদিয়ে প্রশংসায় ভাসছে ‘বড় ছেলে’

দর্শককে কাঁদিয়ে প্রশংসায় ভাসছে ‘বড় ছেলে’

dynamic-sidebar

বিনোদন ডেস্ক :ঈদ উপলক্ষে বিনোদন জগতের মানুষগুলোর ব্যস্ততা বেশিই থাকে। বাহারি আয়োজনে দর্শককে বিনোদিত করার প্রয়াসে মগ্ন থাকেন তারা। এর মধ্যে অন্যতম নাটক নির্মাতারা। সুন্দর একটি গল্প আর নিজেদের দক্ষ নির্মাণের মাধ্যমে দর্শকের মনের মতো কিছু নাটক উপহার দেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেন। প্রতি ঈদে শত শত নাটক-টেলিফিল্ম প্রচার হয়। কিন্তু এর মধ্যে গুটিকয়েক আলোচনায় আসে, প্রশংসার জোয়ারে ভাসে।

ঠিক তেমনই একটি টেলিফিল্ম ‘বড় ছেলে’। তরুণ নির্মাতা মিজানুর রহমান আরিয়ান নাটক-টেলিফিল্ম নির্মাণ করে এরই মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। এবার ঈদেও তার পরিচালনায় বেশ কয়েকটি নাটক প্রচার হয়েছে। তবে ‘বড় ছেলে’ অন্য সবগুলোকে ছাড়িয়ে গেছে। এই টেলিফিল্মটি প্রচারের পর থেকে দর্শকমহলে হৈচৈ পড়ে গিয়েছে। প্রশংসায় ভাসছেন নির্মাতা, অভিনয়শিল্পী সবাই।

এক মধ্যবিত্ত পরিবারের বড় ছেলের ত্যাগ ও জীবন সংগ্রামের গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘বড় ছেলে’ টেলিফিল্ম। এতে বড় ছেলের চরিত্রে অভিনয় করেছেন টিভি পর্দার সফল অভিনেতা অপূর্ব। গতানুগতিক প্রেমিক চরিত্রে তাকে সবসময় দেখা গেলেও এই টেলিফিল্মে তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন সবাই। তার বিপরীতে অভিনয় করেছেন মেহজাবিন। তার অভিনয়ও ছিলো প্রশংসনীয়। এছাড়া টেলিফিল্মটির অন্যান্য চরিত্রগুলোও পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলেছেন নির্মাতা আরিয়ান। বাস্তবধর্মী গল্প আর সবার অনবদ্য অভিনয় দর্শককে কাঁদিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের প্রতিক্রিয়া দেখে সহজেই বোঝা যায়, এই ‘বড় ছেলে’ কতটা সফল। অধিকাংশ দর্শকই বলছেন, তারা এই টেলিফিল্ম দেখে কান্না আটকে রাখতে পারেননি। এছাড়া টেলিফিল্মটির ইউটিউব লিংকের কমেন্ট ঘরে তাকালেও প্রমাণ মেলে। প্রায় সবগুলো মন্তব্যই এসেছে প্রশংসার। অনেকেই বলছেন ‘বড় ছেলে’ এবারের ঈদের সেরা টেলিফিল্ম।

শুধু নাটকটিই  নয়, একই সঙ্গে প্রশংসা পাচ্ছে টেলিফিল্মে ব্যবহৃত গানটি। সোমেশ্বর অলির লেখা ও সাজিদ সরকারের সুর-সঙ্গীতায়োজনে মিফতাহ জামানের গাওয়া ‘তাই তোমার খেয়াল’ গানটি অন্যতম আকর্ষণ বলে মনে করছেন অনেকেই। এর কথা সুর ও গায়কী ছুঁয়েছে শ্রোতাদের মন। এছাড়া টেলিফিল্মজুড়ে মিফতাহর কণ্ঠের আবহ দর্শক হৃদয়ে কাঁপন ধরিয়েছে।

সবমিলে একটি দুর্দান্ত টেলিফিল্ম নির্মাণের জন্য চারদিক থেকে বাহবা পাচ্ছেন মিজানুর রহমান আরিয়ান। এমনকি ‘বড় ছেলে’ টেলিফিল্মটির সিক্যুয়েল নির্মাণের জন্যও কেউ কেউ আরিনারের প্রতি অনুরোধ জানাচ্ছেন। সিডি চয়েসের ব্যানারে ‘বড় ছেলে’ প্রযোজনা করেছে দৃক।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net