শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০০

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ববি সাংবাদিকদের নিন্দা প্রকাশ

শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ববি সাংবাদিকদের নিন্দা প্রকাশ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ::

বশেমুরপ্রবিতে কর্তব্যরত সাংবাদিক সহ সাধারণ শিক্ষার্থীদের উপর বহিরাগত কর্তৃক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ববি সংবাদিকবৃন্দ। গতকাল রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিন্দা প্রকাশ করে তারা৷ বিজ্ঞপ্তি অনুযায়ি জানা যায়, সম্প্রতি বশেমুরবিপ্রবি তে উপাচার্য বিরোধী আন্দোলনের সময় সাংবাদিকদের উপর হামলা ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগত কর্তৃক হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় ( ববি) সাংবাদিকবৃন্দ।

বিভিন্ন মূলধারার গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টাল মারফত জানা যায়, শনিবার ২১ আগস্ট ছুটির দিনে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবিতে) উপাচার্যের পদত্যাগ দাবিতে চলমান আন্দেলনে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থী ও পেশাগত দায়িক্ত পালন করতে গিয়ে তিনজন ক্যাম্পাস সাংবাদিক বহিরাগত কর্তৃক হামলার শিকার হয়েছেন। বিশ্ববিদ্যালয় সংলগ্ন গোবরা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত ক্যাম্পাস সাংবাদিকরা হলেন : তাওহীদ ইসলাম( ফার্মেসী ,৩য় বর্ষ),জাহিদুল ইসলাম ( আন্তর্জাতিক সম্পর্ক ৩য় বর্ষ) , শাফিউল কায়েছ ( ই এস ডি ২য় বর্ষ)।বর্বরোচিত এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ববি সাংবাদিকবৃন্দ।

ববি সাংবাদিকবৃন্ধ মনে করেন এই সন্ত্রাসী হামলা শুধু বশেমুরপ্রবি সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের উপরই হামলা নয়, এটা গোটা দেশের সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা। বশেমুপ্রবি প্রশাসন যদি এই হামলার দ্রুত বিচার না করতে পারেন তাহলে সাংবাদিকদের ওপর হামলার এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ববি সাংবাদিক বৃন্দ আন্দোলনে নামতে বাধ্য হবে। এছাড়া, ববি সাংবাদিকবৃন্দ স্পষ্ট করে জানিয়েছেন বশেমুরপ্রবিতে চলমান উপাচার্য বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা সকল সাধারণ শিক্ষার্থীদের নায্য দাবির সঙ্গে ববি’র সাংবাদিক বৃন্দ একাত্মতা ঘোষণা করছে।

এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত ও দৈনিক লাখো কন্ঠ পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান শফিক মুন্সি জানান, ” বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলা সম্পূর্ণ অমানবিক। অন্যদিকে পেশাগত কাজে বাধাপ্রদানপূর্বক সাংবাদিকদের ওপর হামলা ওখানকার উপাচার্যের তীব্র স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ। এমন উপাচার্য কোনো বিশ্ববিদ্যালয়ের কল্যাণে আসতে পারে না। আমরা নীতিগত ভাবে বশেমুরপ্রবিতে চলমান আন্দোলনের সকল নায্য দাবির পক্ষে আছি এবং সেখানে চলমান সংকট দূরীকরণে সরকারের সংশ্লিষ্ট মহলের আশু দৃষ্টি আকর্ষণ করছি। “

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net