বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৮

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
ববিতে পলিটিকাল সাইন্স স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন এর ভিপি রুম্পা, জিএস আতিক

ববিতে পলিটিকাল সাইন্স স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন এর ভিপি রুম্পা, জিএস আতিক

dynamic-sidebar

ববি প্রতিনিধি::

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মতো পলিটিক্যাল সাইন্স স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন নির্বাচন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ১৪০ ভোট পেয়ে হেমলতা হালদার রূম্পা নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী আমিদ হাসান তাকি পেয়েছে ১৩১ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৬৫ ভোট পেয়ে আতিকুর রহমান নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ আল-আমিন পেয়েছেন ৮৭ ভোট।

অন্যান্য পদের নির্বাচিতরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনজুরুল হাসান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম , অর্থ সম্পাদক ফুয়াদ হাসান মুবিন , প্রচার সম্পাদক আসাদুজ্জামান ,দপ্তর সম্পাদক পদে আমিনুল ইসলাম , সংস্কৃতি সম্পাদক আল আমিন , উপ- সংস্কৃতি সম্পাদক পদে মাকসুদ খান সোহান, ক্রীড়া সম্পাদক ইব্রাহিম মুসা বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ঊপ – ক্রীড়া সম্পাদক পদে সিফাতুল্লাহ খান নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য -১ মাইনুল ইসলাম , কার্যনির্বাহী সদস্য -২ কামরুল হাসান , কার্যনির্বাহী সদস্য -৩ মোস্তফা কামাল নির্বাচিত হয়েছেন।

গঠনতন্ত্রবলে সভাপতি হওয়া বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাসুম সিকদার বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা গণতন্ত্র ও রাজনীতি চর্চা করবে সেটাই স্বাভাবিক। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে শিক্ষার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করে তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি রাজনীতির ব্যাবহারিক জ্ঞানচর্চায়ও এগিয়ে গেলো। প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত করতে পেরে আমি নিজেও গর্বিত। নির্বাচনের সঙ্গে জড়িত সকল শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ্য মোট ১৩ টি নির্বাচনী পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছে। সকাল ৯ টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলমান থাকে বিকাল ৪ টা পর্যন্ত। ভোট গণনা শেষে রাত ৯টা ৪৫ মিনিটে ফলাফল ঘোষণা করা হয়। নবগঠিত কমিটি আগামী এক (০১) বছর বিভাগটির শিক্ষার্থীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের প্রতিনিধিত্ব করবে এবং সার্বিক কল্যানে কাজ করবে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net