রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪০

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
কাল্পনিক নয়, তারা পৃথিবীর প্রাণী!

কাল্পনিক নয়, তারা পৃথিবীর প্রাণী!

dynamic-sidebar

প্রকৃতি ভরপুর রহস্যময় সৌন্দর্যে। যখনই মনে হবে প্রাকৃতিক সৌন্দর্যের সবই দেখা হয়ে গেছে, তখনই দারুণ কোনো নতুন, অদ্ভুত, ভিন্নধর্মী সৃষ্টি সামনে চলে আসে। এক নিমিষেই অসীমের প্রতি বিশ্বাস-বন্ধন আরও দৃঢ় হয়ে ওঠে।
এবার দেখে নেওয়া যাক পৃথিবীর অদ্ভুত কিছু প্রাণী, যাদের দেখলে মনে হবে দুনিয়ায় আরও অনেক কিছুই দেখা বাকি।
এরা একধরনের গৃহপালিত শুকর প্রজাতি। উনিশ শতকের মাঝামাঝি সময়ে দুটি ভিন্ন প্রজাতির শুকরের মধ্যে ক্রসব্রিডিং করে এদের উদ্ভাবন করা হয়। ভেড়ার মতো দেখতে এ শুকরের চামড়া নরম পশমে আবৃত থাকে। এদের ওজন হয় ৫শ কেজি পর্যন্ত।
এদের নামই বোঁচা নাকের বানর। বৈজ্ঞানিক নাম Rhinopithecus। সোনালি রঙের বানরগুলোর বসবাস চীনের দক্ষিণাঞ্চলে। আগে ভিয়েতনাম এবং মায়ানমারেও দেখা মিলতো বিপন্নপ্রায় এ বানর প্রজাতিটির।
খরগোসের মতো মুখ ও কান, তবে এর পা-গুলো হরিণের মতো দেখতে। অদ্ভুত দর্শন এ প্রাণীটির বসবাস আর্জেন্টিনা। তৃণভোজী এ প্রাণীর ওজন ৮ থেকে ১৬ কেজি পর্যন্ত হয়ে থাকে।
বিশালাকৃতির এই বন্য ছাগলের বসবাস আফগানিস্তান, পাকিস্তান, কাশ্মীর, তাজিকিস্তান ও উজবেকিস্তানের কিছু কিছু অঞ্চলে। মারখোর ২০১৫ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচারের বিপন্ন প্রায় প্রাণীর তালিকায় ছিল। লম্বা পেঁচানো শিং প্রাণীটির অনন্য বৈশিষ্ট্য। মারখোর পাকিস্তানের জাতীয় পশু।
এরা এক প্রকার সামুদ্রিক পাখি। পূর্ব প্রশান্ত মহাসাগরের ক্রান্তীয় অঞ্চলে এদের দেখতে পাওয়া যায়। বংশবিস্তারের জন্য সঙ্গী খুঁজে পেতে এদের নীল পা বিশেষ ভূমিকা পালন করে। যার পায়ের রং যতো বেশি নীল, সে ততো ভালো সঙ্গী খুঁজে পায়।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net