শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৩

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমার হাত থেকে ছুটে গেছে’

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমার হাত থেকে ছুটে গেছে’

dynamic-sidebar

‘আমি অনেক ভালো ভালো সিনেমায় কাজ করেছি। দেশের গুণী নির্মাতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। অনেকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার কথা ছিল। কিন্তু একটা কালো ছায়া আমার উপর নেমে আসছিল। এই কালো ছায়ার জন্য পুরস্কারগুলো আমার হাত ছাড়া হয়ে গেছে।’ রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এভাবেই কথাগুলো বলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর।

নব্বই দশকের এ চিত্রনায়িকা ‘স্বপ্নের ঠিকানা’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’, ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘দুই নয়নের আলো’সহ বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দেন। কিন্তু তার হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উঠেছে মাত্র একবার। এজন্য তিনি ‘বিক্ষোভ’ সিনেমার একটি স্থিরচিত্রকেই দায়ী করেন।

এ প্রসঙ্গে শাবনূর রাইজিংবিডিকে বলেন, ‘‘আমি ‘বিক্ষোভ’ সিনেমায় কাজ করেছিলাম। সেই সিনেমায় একটা মিছিলের ছবি ছিল। সেখানে আমি ট্রাকে করে মিছিল করছি। সঙ্গে অন্যান্য শিল্পীরাও ছিলেন। কিন্তু এই মিছিলের ছবিটা অনেকে অনেক ক্ষেত্রে দেখিয়ে বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। এটাকে পুঁজি করে অনেকেই ছড়িয়েছে আমি কোনো দল করি। আসলে এটা ঠিক না।’’

তিনি আরো বলেন, ‘এজন্য অনেকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমার হাত থেকে ছুটে গেছে। এটা খুব দুঃখজনক। আমরা শিল্পী, আমরা কোনো দল করতে পারি না। আমি নিজে কখনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না।’

শাবনূর বর্তমানে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ‘এত প্রেম এত মায়া’ সিনেমার কাজ হাতে নিয়েছেন। এছাড়া তিনি সিনেমা নির্মাণের কথাও ভাবছেন। আগামী বছরের শুরুর দিকে নতুন সিনেমা নির্মাণের কাজে হাত দিবেন বলে জানান এ অভিনেত্রী।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net